ঠিকানা অনলাইন : ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হওয়ায় সমীকরণ দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড—এই তিন দলের কোনো দুটি দল জায়গা পাবে বিশ্বকাপ খেলার। জিম্বাবুয়েকে সুপার সিক্সের ম্যাচে ৯ উইকেটে হারিয়ে নবম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
লঙ্কানরা আগেই জানত, ২ জুলাই রোববার জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেই সবার আগে নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপে খেলা। বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের ফাইনাল নিশ্চিত করেছে। যার মধ্য দিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে সুপার লিগ থেকে আটটি দল আগেই নিশ্চিত হয়ে গেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে যাবে দুটি দল। সুপার সিক্স থেকে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে লঙ্কানরা ছাড়াও ছিল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ওমান। জিম্বাবুয়েকে এখনো অবশ্য বিশ্বকাপের মূল পর্বের জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে। তাদের পয়েন্ট ৬। দুই ম্যাচ কম খেলা স্কটল্যান্ডের পয়েন্ট ৪—স্কটিশরাও বিশ্বকাপের দৌঁড়ে এখনো টিকে আছে।
রোববার ৩২.২ ওভারে ১৬৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ২৫ রানে ৪ উইকেট নেন মাহিশ থিকসেনা। ছন্দে থাকা শন উইলিয়ামস ৫৭ বলে ৫৬ রান করেছেন। রাজা ৫১ বলে করেছেন ৩১। জবাবে পাথুম নিশাঙ্কা ১০১ বলে ১০১ রান তোলেন এবং ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।
ঠিকানা/এনআই