জিম্বাবুয়ে প্রেসিডেন্টের ট্রোলের জবাব দিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

টি-২০ বিশ্বকাপে ১ রানের হার-জিত

ঠিকানা অনলাইন : জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরেছে পাকিস্তান। অবিশ্বাস্য জয়ের পর পাকিস্তানিদের ট্রোল করেছেন জিম্বাবুয়ে প্রেসিডেন্ট এমারসন মানানগাগওয়া। তার জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

গতকাল পার্থে সুপার টুয়েলভের ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ১৩০ রানে আটকে দেয় পাকিস্তান। স্বল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত ১ রানের জয় তুলে নেয় ক্রেইগ আরভিনের দল। জয়ের পর জিম্বাবুয়ে প্রেসিডেন্ট এমারসন টুইটারে লিখেছেন, ‘দুর্দান্ত জয় জিম্বাবুয়ে! ছেলেদের অভিনন্দন।’ এরপরই পাকিস্তানিদের খোঁচা মেরে এমারসন লিখেছেন, ‘পরবর্তী সময়ে আসল মিস্টার বিন পাঠিও আমাদের।’

এমারসন মানানগাগওয়ার টুইটের রিপ্লাই দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেছেন, ‘আমাদের হয়তো আসল মিস্টার বিন নেই। কিন্তু আমাদের আসল ক্রিকেটীয় স্পৃহা রয়েছে। আর পাকিস্তান জানে কীভাবে সমুচিত জবাব দিতে হয়। মিস্টার প্রেসিডেন্ট (জিম্বাবুয়ের): অভিনন্দন। আজ (বৃহস্পতিবার) আপনার দল সত্যিই ভালো খেলেছে।’

দুই রাষ্ট্র নায়কের টুইটে বৃটিশ অভিনেতা মিস্টার বিনের প্রসঙ্গ আসলো কেনো? খোলাসা করা যাক। পাকিস্তান-জিম্বাবুয়ে দ্বৈরথের আগে ‘মিস্টার বিন’ কাণ্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বাবর-রিজওয়ানদের কিছু ছবি পোস্ট করে টুইটারে। সেই পোস্টে জিম্বাবুয়ের একজন কমেন্ট করেন, ‘আমরা জিম্বাবুয়ের মানুষরা আপনাদের কখনো ক্ষমা করব না। আপনারা একবার আমাদের মিস্টার বিনের পরিবর্তে নকল পাকিস্তানি মিস্টার বিনকে পাঠিয়েছিলেন। ম্যাচে সেটার বদলা নেয়া হবে। (বাঁচতে হলে) বৃষ্টির জন্য প্রার্থনা করুন।’ জিম্বাবুয়ের সেই ব্যক্তির মন্তব্য অনেকেই বুঝতে পারেননি। কমেন্টবক্সে একজন ঘটনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘এগ্রিকালচার শো নামে একটি (জিম্বাবুয়ের) স্থানীয় অনুষ্ঠানে মিস্টার বিনের পরিবর্তে পাকিস্তানের বিনকে পাঠানো হয়েছিল।’

ঠিকানা/এসআর