ঠিকানা রিপোর্ট : দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি (দেলোয়ার-বাদল), নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি। এ উপলক্ষে পৃথক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি : গত ২২ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত মহানগর দক্ষিণ বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব বদিউল আলম ও যুগ্ম আহবায়ক খলকুর রহমানের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক রেজবুল কবির। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আব্দুল লতিফ সম্রাট।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহবায়ক এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান, সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য জাফর তালুকদার, যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, শাহাদাত হোসেন রাজু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, সদস্য জামালুর রহমান চৌধুরী, আব্দুল মান্নান হোসাইন কৃষিবিদ সোলাইমান, জাহাঁংগীর এম আলম, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন মিয়াজী, মাজহারুল হক মিরন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট জিয়াউর রহমানের জীবনের নানান দিক আলোকপাত করে তার আদর্শ ধারন করে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশে ও প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সেলিম রেজা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সুলতান আহমেদ ভূঁইয়া, শরিফ চৌধুরী পাপ্পু, লিয়াকত আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, কামাল হাওলাদার, জামাল হোসেন, সুমন সরদার, সেলিম মিয়া, মুস্তাক আহমেদ, মমতাজ উদ্দিন, ইসহাক খান, মেহেদি হাসান, আলামিন, আলী আরশাদ, সোলাইমান, সুলতান মাহমুদ সিদ্দিকী, মোঃ শাজাহান, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ ইসলাম, রেজা, মুস্তাফি, রহমান, আইনুলহক, হোসেন, আবুল কালাম ,আব্দুল আহাদ, হাজী জহিরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা অরিক।
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি : দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৯ জানুয়ারি বৃহস্পবিার সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ব্রঙ্কসের মামুন টিউটারিয়ালে মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ জেড এম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন যুগ্ম-আহ্বায়ক ইমরান শাহ রণ।
আরো বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর বিএনপির (উত্তর) যুগ্ম-আহ্বায়ক শরিফুল খালিসদার, সৈয়দ গৌছুল হোসেন ও মানিক আহমেদ, যুগ্ম-সদস্য সচিব কামরুল হাসান, সিনিয়র সদস্য জাফর তালুকদার, সদস্য মো. লিয়াকত আলী, শাহ্ কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মমতাজউদ্দীন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্য মো. সুলায়মান, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ সিদ্দিকী, সুলায়মান সরকার, মখলিছুর রহমান সুজন, মো. আলী আশরাফ, হাফিজ উদ্দীন, তোজাম্মেল হক, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বেলাল মসজিদের পেশ ইমাম মাওলানা মইনুল ইসলাম। দোয়া পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাসেম ইহাহিয়া।
প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তি এবং তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমানসহ বাংলাদেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের কল্যাণে দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।
নিউইয়র্ক স্টেট বিএনপি (দেলোয়ার-বাদল) : যুক্তরাষ্ট্র বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন ও আখতার হোসেন বাদল নেতৃত্বাধীন সংগঠনের নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন দেশের জনগণ জিয়া ও জিয়া পরিবারকে স্মরণ রাখবে’। কেননা, জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা আর আধুনিক বাংলাদেশের সৎ রাষ্ট্রনায়কের উজ্জল দৃষ্টান্ত। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আপোষহীন নেত্রী। আর জিয়া-খালেদার পুত্র তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক।
বক্তারা বলেন, জিয়া পরিবারের জনপ্রিয়তায় ইর্ষাণি¦ত হয়ে শেখ হাসিনা সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি করছে। জিয়া পরিবারকে ধ্বংস করতে চাচ্ছে। দেশ ও প্রবাসের জিয়ার সৈনিকেরা যেকোন মূল্যে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করবে।’
গত ১৯ জানুয়ারিবৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনে মধুবন রেস্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এবং বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও মূলধারার রাজনীতক, ব্যবসায়ী আখতার হোসেন বাদল।
নিউইয়র্ক স্টেট বিএনপি’র সভাপতি ছালেহ আহমদ মানিকের সভপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সোহেল। সভায় অতিথিদ্বয় ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাগপা সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কচি, মোহাম্মদ মহিন আহমেদ, আনসার আলী চেয়ারম্যান, নোমান সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পত্নী ডা. জোবাইদা রহমানের সম্পদ ক্রোকের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের উপর নিপীড়ন-নির্যাতন, গ্রেফতার ও হামলা-মামলা বন্ধ সহ অবিলম্বে সকল নেতা-কর্মীদের মুক্তি দাবী এবং তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।
সভায় অধ্যাপক দেলোয়ার হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জিয়া ছিলেন খাঁটি দেশপ্রেমিক নেতা। তিনি জনগণের নেতা ছিলেন বলেই কোটি কোটি মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আজীবন জিয়াকে স্মরণ রাখবে।
আখতার হোসেন বাদল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো জনপ্রিয় নেতা দেশে দ্বিতীয়টি নেই। তিনি শুধু দেশের কোটি কোটি মানুষের নেতাই ছিলেন না, ছিলেন বিশ্বনেতাও। ছিলেন মুসলিম বিশ্বের প্রিয় নেতা। তিনি বলেন, জিয়াউর রহমানের বড় ভুল ছিলো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার সুযোগ করে দেয়া।
নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা কামাল মুকুল, প্রচার সম্পাদক মো. তাইবুর রহমান, সিটি বিএনপির সভাপতি মো: সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানসহ অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতা-কর্মীর মধ্যে হোসাইন মোহাম্মদ মনির, মোহাম্মদ মীর হোসেন, মনির আহমদ, আশরাফুল হাসান, আব্দুল মাবুদ সম্রাট, বিপ্লব হোসেন, কদ্দুস হাওলাদার, মোহাম্মদ নিপুন, ওমর ফারুক, একেএম হায়দার, নূর নবী, মোহাম্মদ আলাউদ্দিন, মোাম্মদ ইউসুফ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ খোকন, নূর মোহাম্মদ, ইকবাল হোসেন, আবুল কাশেম, সিরাজুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, লিটন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।