লাবলু কাজী :
জীবন প্রজ্ঞা মিছে আজ্ঞা
ঝড়-ঝঞ্ঝাটে ভরা সে জীবন
সামনে চলার শুভযাত্রা
বারে বারে পিছে কেন টানিয়া আনে?
দ্বিধাগ্রস্ত জীবন টানটান উত্তেজনা
গোলপোস্টের গোল লক্ষ্যভ্রষ্ট কি হবে
হোক বা না হোক খেলোয়াড়ের ভাগ্য
খেলা চলবে আমৃত্যু জীবনরস বিষের মিশ্রণ।
চমকিত চামেলি জীবন হেয়ালি খেয়ালি
দৌড়ে চলে মাঠঘাট শ্যামলী
চুল উড়ন্ত খেয়াল অফুরন্ত
ওর কি জীবন চলে না অবুঝের নিরালায়।
আমি হতে চাই অবোধ জীবন পরাজয়ের
সাক্ষী নই ঘটনামান জীবনোন্মুখ অবক্ষয়ের
এই ত্রাহি ত্রাহি ভাব বিলাসের জীবন ভার
অবগাহনে নিরুদ্দেশিত হব চিরজনমের।