জুন পর্যন্ত বাড়ল স্টুডেন্ট লোন স্থগিতের মেয়াদ

নাশরাত আর্শিয়ানা চৌধুরী : আগামী বছরের জুন পর্যন্ত বেড়েছে স্টুডেন্ট লোন পজের মেয়াদ। যারা স্টুডেন্ট লোন মওকুফের জন্য আবেদন করেছিলেন, সে বিষয়ে এখন আর নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে না ডিপার্টমেন্ট অব এডুকেশন। কারণ আদালত স্টুডেন্ট লোন মওকুফের বিষয়টি আটকে দেওয়ায় নতুন করে কোনো আবেদনও গ্রহণ করা হচ্ছে না। তবে লোন মওকুফের বিষয়টি এখনই কার্যকর না হলেও যাতে ঋণগ্রহীতা স্টুডেন্টরা সমস্যায় না পড়েন কিংবা লোন পেমেন্ট দিতে গিয়ে সমস্যা না হয়, সে জন্য আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোন পেমেন্ট পজের সময় বাড়িয়েছে। ২০২৩ সালের জুন মাস পর্যন্ত পেমেন্ট পজ বহাল থাকবে। এই সময়ের মধ্যে ঋণগ্রহীতা স্টুডেন্টদের লোনের কোনো অর্থ পেমেন্ট করতে হবে না। যদিও এর আগে বলা হয়েছিল, ৩১ ডিসেম্বরের পর এই লোন পজের মেয়াদ আর বাড়ানো হবে না। কিন্তু এখন আদালত লোন মওকুফের বিষয়টি আটকে দেওয়ায় বাইডেন প্রশাসন পুনরায় লোন পেমেন্ট পজের সময় বাড়িয়েছে।
এদিকে যারা লোন মওকুফ পেতে পারেন, তাদেরকে আবেদন করার জন্য সময় দিয়েছিল ডিপার্টমেন্ট অব এডুকেশন। প্রথমে পরীক্ষামূলকভাবে আবেদন গ্রহণ করা হয়। পরে অফিশিয়ালি আবেদন গ্রহণ করা শুরু হয়। অনেকেই পরীক্ষামূলক সময়ে আবেদন করেন। তাদের আবেদন গ্রহণ করে সেগুলোর কিছুসংখ্যক প্রক্রিয়া করে তা লোন সার্ভিস প্রোভাইডরদের কাছে পাঠানো হয়। এ-সংক্রান্ত ইমইেলও ঋণগ্রহীতাদের কেউ কেউ পেয়েছেন। আবার যাদের সব তথ্য ডিপার্টমেন্ট অব এডুকেশনের কাছে ছিল, তাদের অনেককেই ইমেইল করে তথ্য থাকার বিষয়টি জানানো হয়। বলা হয়, লোন মওকুফের জন্য আপনাকে নতুন করে কোনো কিছু করতে হবে না। অন্যদিকে যারা আবেদন করার অপেক্ষা করছিলেন কিংবা ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করার চিন্তাভাবনা করছিলেন, তারা এখন আর আবেদন করতে পারছেন না। আদালতের নিষেধাজ্ঞার কারণে এ-সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করছে না ডিপার্টমেন্ট অব এডুকেশন। এ-সংক্রান্ত আপডেট কোনো তথ্য থাকলে সেটি তারা নিজেদের সাইটে জানিয়ে দেবে বলে উল্লেখ করেছে। ফলে এখনো যারা আবেদন করেননি, তাদের অপেক্ষা আরো বাড়ল।
বিশেষজ্ঞরা বলছেন, এসব লোন মওকুফের আবেদনের ক্ষেত্রে কখনো অপেক্ষা করতে নেই। যখনই আবেদন চালু হয়, সঙ্গে সঙ্গে আবেদন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যারা আবদেন করেছেন, তারা একটি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছেন। কারণ যখনই ইতিবাচক সিদ্ধান্ত আসবে, তাদের আবেদনগুলো আগে প্রক্রিয়া হবে। কিন্তু যারা আবেদন করেননি, তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।