ঠিকানা রিপোর্ট : অকালে ঝরে পড়লেন নিউইয়র্কপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত চৌধুরীর বড় ছেলে আব্দুল আউয়াল চৌধুরী জুবের। গত ২০ আগস্ট শনিবার ইন্তেকাল করেন। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪৬ বছর। তিনি মা-বাবা, দুই ভাই-বোন এবং স্ত্রী, ২ ও ৫ বছরের দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের গ্রামের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুরে। তিনি ও তার পরিবার নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসবাস করতেন। গত ২১ আগস্ট এস্টোরিয়ার আল আমিন মসজিদে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। জানাজার আগে আল আমিন মসজিদ কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করে সভাপতি জয়নাল আবেদিন বক্তব্য দেন। এছাড়া মুসল্লিদের উদ্দেশ্যে মামা এম এ কাইয়ুম ও বাবা আব্দুল বাসিত চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন। জানাজা পরিচালনা করেন মরহুমের খালাতো ভাই হাফিজ ডা. আহমেদ সাদিক নাফি।
জানাজায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে নিউজার্সী রাজ্যের পেটারর্সন সিটির কাউন্সিলম্যান শাহীন খালিক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনু, জুনেদ চৌধুরী, জুয়েল চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, মোহাম্মদ কাওসারুজ্জামান, হারুনর শহীদ দলা মিয়া, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি শাহ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
কমিউনিটির পরিচিত মুখ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি এম এ কাইয়্যুমের ভাগিনা মরহুম জুবের ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব ইউএসএ’র সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, গত ১৮ আগস্ট মধ্যরাতের পর কাজ শেষে বাসায় ফিরেন জুবের। এরপর কিছুক্ষণ ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠে ফজরের নামাজও আদায় করেন। এক পর্যায়ে বাথরুমে যান এবং সেখানেই স্ট্রোকের শিকার হন। পরবর্তীতে স্থানীয় মাউন্ট সিনাই হাসপাতালে নেয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ আগস্ট সকাল ৯টা ৫৫ মিনিটে আব্দুল আউয়াল চৌধুরী জুবের মৃত্যুবরণ করেন।
জানাজার নামাজ শেষে স্থানীয় একটি ফিউনারেলে তার লাশ রাখা হয়। পরদিন ২২ আগস্ট রাত ১১টায় জুবেরের লাশ আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দেশে ফেঞ্চুগঞ্জের করিমপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। আব্দুল আউয়াল চৌধুরী জুবেরের আকস্মিক মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ, শরাফত হোসেন বাবু, মিল্টন ভূইয়া, জসিম উদ্দিন ভূইয়া, নব গঠিত নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ আহমদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব বদিউল আলম, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদসহ বিভিন্ন সংগঠন, ব্যক্তির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।