জেএমসি ওয়ের উদ্বোধন ১৫ মার্চ

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশীদের পরিচালনাধীন সবচেয়ে বড় মসজিদ হচ্ছে জ্যামাইকা বাংলাদেশ মুসলিম সেন্টার। এই মুসলিম সেন্টারের কারণেই
পুরো জ্যামাইকার চিত্রই পাল্টে গেছে। গড়ে উঠে বাংলাদেশীদের বসতবাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। নিউইয়র্কে এখন বাংলাদেশীদের অন্যতম বসতি জ্যামাইকাতেই। জ্যামাইকা মুসলিম সেন্টার শুধু পরিবেশ পরিবর্তন করে বাংলাদেশীদের প্রিয় এলাকায় রূপান্তরিত করেছে জ্যামাইকা এলাকাকে, তা নয়। জ্যামাইকা মুসলিম সেন্টার এখন মুসলিম কম্যুনিটির স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনের রাস্তাটি (হাইল্যান্ড ও গোথিক-১৬৮ স্ট্রিট) জেএমসি ওয়ে করার বিল পাশ করিয়েছে সিটির নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। গত ডিসেম্বরে বিলটি পাশ করা হয়।

আগামী ১৫ মার্চ দুপুর ১টায় জেএমসি ওয়ের উদ্বোধন করা হবে। জেএমসি ওয়ের উদ্বোধন করবেন কাউন্সিলম্যান লরিল্যান্সম্যান। এ সময় সিটির অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, আমরা দায়িত্ব দেয়ার পর জেএমসি ওয়ের জন্য কাজ করে আসছিলাম। অবশেষে আল্লাহর রহমতে এই বিলটি পাশ হয়েছে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে সকল বাংলাদেশীকে উপস্থিত থাকার আহবান জানান।

তিনি বলেন, নিউইয়র্ক বা পুরো আমেরিকায় মসজিদকে কেন্দ্র করে রাস্তার নামকরণ এটাই প্রথম ঘটনা এবং আমেরিকার জীবনে বাংলাদেশী এবং মুসলমানদের জন্য নতুন ইতিহাসও বটে। এই ইতিহাসে সবার অংশগ্রহণ জরুরী এবং আনন্দের।