জেএমসি ওয়ে হচ্ছে জ্যামাইকায় মুসলিম সেন্টারের সামনের সড়ক

ঠিকানা রিপোর্ট: নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন এবং পরিচালিত সবচেয়ে বড় মসজিদ হচ্ছে জ্যামাইকা বাংলাদেশ মুসলিম সেন্টার। এই মসজিদকে কেন্দ্র করেই জ্যামাইকার পুরো পরিবেশ পাল্টে যায়। প্রতিষ্ঠা করা হয় ব্যবসা- বাণিজ্য। গড়ে উঠে বাংলাদেশীদের নতুন বসতি। বাংলাদেশ মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী ঠিকানাকে জানান, আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকেই জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে রোডটি (১৬৮) জেএমসির নামে করার জন্য লবিং করতে থাকি। স্থানীয় কাউন্সিম্যান এবং অন্যান্য কাউন্সিলম্যানরা আমাদের সহযোগিতা করতে থাকেন। গত ডিসেম্বর ২০১৮ সালে বিলটি সিটি কাউন্সিলে পাশ হয়। এবং জানুয়ারিতে চূড়ান্তভাবে অনুমোদিত হয়। মঞ্জুর চৌধুরী জানান, গত সপ্তাহে আমি বিষয়টি কাউন্সিলম্যান লরির কাছে জানতে চাইলে, তিনি বলেন, তোমাদের দাবিটি বা স্বপ্ন পূরণ হয়েছে। বিলটি সিটি কাউন্সিলে পাশ হয়েছে। ঠিকানার এক প্রশ্নের জবাবে মঞ্জুর চৌধুরী বলেন, এখন ১৬৮ স্ট্রিটটি (গোথিক ও হাইল্যান্ড পর্যন্ত) জেএমসি ওয়ে নামে নামকরণ হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সাইনটি লাগানোর জন্য স্থানীয় কাউন্সিলম্যান ২০ দিনের মত সময় চেয়েছেন এবং আমাদের চূড়ান্ত তারিখটি জানানোর জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, এটি আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো, অবশেষে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো।