জেদ

মোহাম্মদ সোহরাব আলী :

জেদ ধরে বসে থেকে
দিয়ো না সংসারে আগুন ধরিয়ে
একবার যদি যায় ধরে
ছাই না ছাড়া কিছু অবশিষ্ট থাকে।

জেদ নয় ভালের লক্ষণ
খারাপ লোকেরা তা করে সারাক্ষণ
একটু উদরপন্থী হলে
আটলান্টিকও পাড়ি দিতে পারবে।

জেদি পুরুষ জেদি নারী
কাউকেই প্রশংসা না করি
জেদ ধরে কেউ যেন বসে না থাকে
সমবেদনা দিয়ে বল তারে।

এ সমাজে জেদ বাসা বেঁধেছে
তাই কত সুখের সংসারে যে অনল ধরেছে
সমাজটা আজ কোন দিকে যাচ্ছে
জেদটা কবে বন্ধ হবে?