স্পোর্টস রিপোর্ট : ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সঙ্গে জেমির চুক্তি শেষ হবে আগামী মে’তে। তার আগেই নবায়নের পরিকল্পনা বাফুফের। তবে নতুন চুক্তি কতদিনের সে বিষয়ে এখনও খোলাসা করেনি ফেডারেশন। নতুন চুক্তির বিষয়ে এখনই কোনো মন্তব্যে রাজি হননি জেমিও।
নতুন বছরে জাতীয় দলের প্রথম পরীক্ষা কম্বোডিয়া। ওই ম্যাচের জন্য দল নির্বাচনের কাজে ব্যস্ত আছেন জেমি। প্রিমিয়ার লিগে নজর রেখেছেন, ক্লাবগুলোর অনুশীলনেও ঢুঁ মারছেন এই হেড কোচ।
জেমির অধীনে নতুন বছরে নতুন উদ্যমে এগোতে চায় ‘দ্য বেঙ্গল টাইগার্স’ দল। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপে সাফল্য আসেনি। তবে ইংলিশ কোচের দর্শনে পাল্টে গেছে খেলার ধরন, পরিবর্তন এসেছে মানসিকতায়। ভেবে-চিন্তে তাই জেমিকেই লম্বা সময়ের জন্য রেখে দিতে চায় বাফুফে। চুক্তি নবায়নের সিদ্ধান্তও হয়ে গেছে এরই মধ্যে। মার্চে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করেছেন জেমি ডে। বাড্ডার বেরাইদে বাফুফের নতুন একাডেমির অগ্রগতিতেও রাখছেন নজর। সব ঠিক থাকলে জেমির পরিকল্পনা অনুযায়ী শুরু হবে একাডেমির কাজ। যে কারণে জেমির চুক্তি নবায়নে আর বেশি দেরি করতে চায় না বাফুফে।
আগামী ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে খেলবে জামাল ভ‚ঁইয়ারা। কম্বোডিয়া ম্যাচের স্কোয়াডে থাকতে পারে চমক, আভাস দিয়েছেন জেমি ডে। প্রিমিয়ার লিগে দেশি স্ট্রাইকারদের ফর্মে কিছুটা হলেও নির্ভার জাতীয় দলের হেড কোচ। গোল করার অভ্যাস কম্বোডিয়া মিশনেও ধরে রাখার পরামর্শ দিয়েছেন জেমি, গুরুত্ব দিচ্ছেন ধারাবাহিকতায়। এরই মধ্যে বেশ ক’জন তরুণ প্রতিভা নজর কেড়েছে কোচের। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ভালো করতে পারলে সুযোগ মিলবে প্রিমিয়ার লিগ ফুটবলে। কিন্তু তরুণদের জন্য এরচেয়ে বড় অনুপ্রেরণা মজুদ আছে স্টেডিয়ামে। জাতীয় দলের হেড কোচ জেমি ডে’র নজর কাড়তে পারলে খুলে যাবে নতুন সম্ভাবনা।
নতুন মুখের জন্য খোঁজ অব্যাহত থেকেছে প্রিমিয়ার লিগেও। খেলা দেখতে একাধিক ভেনুতে ছুটে বেড়িয়েছেন জাতীয় দলের এই কোচ। পঞ্চম রাউন্ড পর্যন্ত বড় অর্জন স্ট্রাইকারদের ফর্মে ফেরা। পরামর্শ, জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকতা ধরে রাখার। আভাস দিয়েছেন চমক আসতে পারে কম্বোডিয়া ম্যাচের স্কোয়াডে। এ প্রসঙ্গে জেমি বলেন, ‘আশার কথা, কিছু ফুটবলার চোখে পড়েছে যাদের আগে কখনও দেখিনি। দেশি স্ট্রাইকাররা গোল পাচ্ছে। জীবন হ্যাটট্রিক পেয়েছে। আমি চাইব ওরা যাতে ধারাবাহিকতা ধরে রাখে। গোল করার অভ্যাস কম্বোডিয়াতে ধরে রাখতে হবে।
তবে ভিন্ন সব ভেনু ঘুরে চোখ এড়ায়নি হতাশার চিত্রও। সাফল্যের জন্য বিনিয়োগ, সময় এবং অভিজ্ঞতায় গুরুত্ব দিচ্ছেন ইংলিশ মাস্টার মাইন্ড। জেমি বলেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবল পছন্দ করে। ওদের সঙ্গে যখন কথা বলি, দেখি ওরা জাতীয় দলের সাফল্য দেখতে চায়। সুযোগ-সুবিধার জন্য বিনিয়োগ দরকার। এ ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে অবশ্যই। সেটা এক দিনে হবে না।’ ২২ মার্চ বাহরাইনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ। তার আগে ৯ মার্চ বাংলাদেশের কম্বোডিয়া পরীক্ষা।