জৈন্তাপুর প্রবাসী গ্রুপের আয়োজনে আব্দুল ওদুদের সংবর্ধনা অনুষ্ঠিত

রশীদ আহমদ : যুক্তরাজ্য প্রবাসী নেতা, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ শ্লোগানকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন ‘জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা ও চীফ কো-অর্ডিনেটর আব্দুল ওদুদ দুদু এর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৪ অক্টোবর রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে আটটায় নিউইয়র্কে গ্রুপের সার্বিক তত্ত্বাবধায়কের ব্রঙ্কসের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা সভায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা রোটারিয়ান আব্দুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধায়ক ফয়েজ আহমদ ও বহুজাতিক সদস্য এবং ইয়র্ক বাংলা ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক জামীল আনসারীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চীফ কো-অর্ডিনেটর আব্দুল ওদুদ চৌধুরী দুদু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ম্যাগাজিন ইয়র্ক বাংলা’র সম্পাদক ও ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্ক এর প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদ, সাবেক ছাত্রনেতা ও আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অন্যতম সদস্য মুহাম্মদ ইসমাঈল, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান রুমন, যুক্তরাষ্ট্র সফররত শ্রমিক নেতা নাজমুল আলম রুমেন,ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা, নিউইয়র্কের কার্যকরী কমিটির সদস্য মৌলভী আলা উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সদস্য মুহাম্মদ কলিম উল্লাহ, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উত্তর আমেরিকা মহাদেশীয় উপকমিটির চেয়ারম্যান আলহাজ্ব হারুন আলী,সদস্য সচিব আহমদ হোসেন,নির্বাহী সদস্য আব্দুল মতিন, ফারুক আলী, আব্দুল হান্নান,ফাহাদ ইসলাম,ফখরুল ইসলাম প্রমুখ ।
সংবর্ধিত অতিথি আব্দুল ওদুদ দুদু বলেন, আর্তমানবতার সেবায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপ হাঁটি হাঁটি পা পা করে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সকল হিংসা বিদ্বেষ পরিহার করে সম্মিলিত ভাবে আর্থসামাজিক উন্নয়নে আরো জোরালো ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে পাশ্ববর্তী উপজেলা গোয়াইনঘাটের প্রবাসী ভাইরাও আমাদের জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ডাকে সাড়া দিয়েছেন।আগামী দিনগুলোতেও সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে আমরা অনেক দূর এগিয়ে নিতে চাই।তিনি আর্থিক ভাবে প্রবাসী ভাইদের আরো সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি ফারুক আহমেদ বলেন,অল্প সময়ে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ যে সুনাম অর্জন করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে সময় ও অর্থ দিয়ে সংগঠনকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরাও এই প্রশংসার দাবিদার। তিনি বলেন সাংগঠনিক কার্যক্রমই প্রমাণ করে দশের লাঠি আর একের বোঝা।একজনের পক্ষে যে কাজ কখনও সম্ভব না,সেই কাজ সংগঠনের মাধ্যমে সহজেই করা যায়। তিনি আরো বলেন, প্রবাসীদের ঘাম ঝরানো টাকা দেশের হতদরিদ্র মানুষের কল্যাণে আরো অগ্রণী ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে সংগঠনের গ্রুপ উপনেতা রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী খসরু আমন্ত্রিত অতিথি সহ অনুষ্ঠানের আগত সবাইকে মোবারকবাদ জানান।পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের গুরুত্বপূর্ণ যে কোন কর্মসূচিতে সাড়া দেয়ারও আহ্বান জানান।
সভা শেষে সংগঠনের কার্য উপদেষ্টা কমিটি, মহাদেশীয় কমিটি, সকল উপ-কমিটি ও শাখা কমিটির সকল সদস্য, শুভাকাঙ্খিসহ জৈন্তাবাসীর সমৃদ্ধি ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রশীদ আহমদ।