জোনাকির আলো দেখা

মনজুর কাদের :

আমি তো চেয়েছি প্রাণের পরশ
ছোঁয়া ছোঁয়া ভালোবাসা
তুমি চেয়ে নিলে আরেক রকম

ক্যাডিলাক, ভালোবাসা
আমি তো চেয়েছি পাখির জীবন
মেলে দেয়া দুই ডানায়
তুমিই কেবল বুঁদ হয়ে আছ
ফ্ল্যাট হবে ভুঁইখানায়

তুমি বাগিয়েছ গাড়ি বাড়ি আর
টাকাকড়ি ছলেবলে
তোমাতে আমাতে বেড়েছে ফারাক
ভালোবাসা গেছে চলে

হয়নি জীবনে জীবনকে ছোঁয়া
রাগ সুর তালও শেখা
ঘুটঘুটে রাতে বড় ঘটা করে
জোনাকির আলো দেখা