জ্ঞান তৃষ্ণা

বিউটি দাশ :

জ্ঞান তৃষ্ণা আপনারে করেছে মর্ত্যরে অমৃত পৃথ্বী!
আমারে করেছে ভালবাসার আপন চরণ দাসী।
সত্যনিষ্ঠায় বলছি ‘অদ্বিতীয়া’ আমি তাতেই খুশি,
করবে পান আপন সঞ্চিত জ্ঞান, শত শত চরণ দাসী।
এই যে অমৃত স্বর্গ …সুধা!
নিবারণ হবে মর্ত্য …ক্ষুধা।

গাড়ি-ট্রেন-বিমানে চড়ে কেউ পারে স্বর্গে যেতে?
একমাত্র জ্ঞানের পাখায় পৌঁছাবে মানব স্বর্গে।
আমার চাইতে কে সুখী এমন সঞ্চিত প্রেমি পেয়ে,
জ্ঞান আহরণ তৃষ্ণায় যদি ভুলেও সে আমারে।
আপনার সঞ্চিত অমৃত জ্ঞান পানে মিলবই স্বর্গে।
পৃথ্বীর অমৃত পানের তরে মর্ত্যরে মানব-মানবী রূপে,
রেখে যাওয়া পৃথিবীতে আবার না হয় ফিরব দু’জনে।