জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নাম হচ্ছে ‘বাংলাদেশ স্ট্রিট’

ফাহাদ সোলায়মানকে সংবর্ধনা

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস এলাবাসীর উদ্যোগে নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা পরিষদের সদস্য, কমিউনিটি বোর্ড-৩-এর মেম্বার ও জেবিবিএর সেক্রেটারি ফাহাদ সোলায়মান-এর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ঠিকানা রিপোর্ট : খুব শিগগির বাঙালির রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে ‘বাংলাদেশ স্ট্রিট’ হিসেবে ঘোষণা দেয়া হবে এবং অদূর ভবিষ্যতে ম্যানহ্যাটনে বাংলাদেশ প্যারেডের আয়োজন করা হবে। জ্যাকসন হাইটস এলাকাবাসীর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা ফাহাদ সোলেয়মান এ কথা জানান। তিনি বলেন, এ লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
গত ২২ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ফাহাদ সোলেয়মানকে সংবর্ধনা দেয় অরাজনৈতিক সংগঠন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী।’ নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা পরিষদের সদস্য এবং কমিউনিটি বোর্ড-৩-এর মেম্বর নির্বাচিত তাকে এ সংবর্ধনা দেয়া হয়। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ফাহাদ সোলায়মান বলেন, আমি যতটুকু সম্মানিত হতে পেরেছি, তার সব কৃতিত্ব এই বাংলাদেশি কমিউনিটির।
তিনি বলেন, নিউইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে আমাদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মূলধারার রাজনীতিতে আমাদের কণ্ঠস্বর পৌঁছেতে হবে। এর সাথে সাথে নিউইয়র্ক মেয়রের অফিস থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করতে বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ হয়ে, একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি মেয়র অফিসের যে কোন কাজের জন্য তাকে ডাকলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নিউইয়র্ক : ফাহাদ সোলায়মানকে ফুলেল শুভেচ্ছা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি। মঞ্চে আসন গ্রহণ করেন মীর নিজামুল হক, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জেবিবিএর সভাপতি হারুন ভূঁইয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন, দেবাশীষ দাস বব, দেওয়ান মনির প্রমুখ।