জ্যাকসন হাইটসে দস্যুতা ২০ হাজার ডলার লুট

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ৭৩ স্ট্রিট ও ৩৭ অ্যাভিনিউর কর্ণারে বাংলাদেশি মালিকানাধীন জ্যাকসন ডেলিতে দুর্ধর্ষ দস্যুতা সংঘটিত হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিন কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত অস্ত্রের মুখে ওই ডেলি থেকে প্রায় ২০ হাজার ডলার লুট করে নির্বিঘ্নে চলে যায়।
ডেলির মালিক টিটু জানান, রাত সাড়ে ১০টার পর প্রতিদিনের মত তিনি সহকর্মীদের নিয়ে বিক্রির অর্থ গুনছিলেন। হঠাৎ তিন কৃষ্ণাঙ্গ হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরা অবস্থায় তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। তাদের একজন দরজায় দাঁড়ায় এবং অন্য দুজন ভেতরে অস্ত্রের মুখে ক্যাশ কাউন্টারের ওপরে রাখা ডলার ছিনিয়ে নেয়।
তিনি জানান, প্রতিদিনের বিক্রির প্রায় ২০ হাজার ডলার ছিল। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
টিটু জানান, এই স্টোরের আগের মালিক ছিলেন একজন ভারতীয়। বছরখানেক আগে তিনি স্টোরটি কিনে নিয়েছেন এবং ২৪ ঘণ্টাই খোলা থাকে এটি। একসঙ্গে ২০ হাজার ডলার লুট হওয়ায় তিনি এখন আর্থিক টানাটানিতে পড়তে হবে।
এদিকে প্রকাশ্যে ডেলিতে দস্যুতার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এ ব্যাপারে পুলিশের টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নিউইয়র্কে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। এর আগে জ্যামাইকার কাওরান বাজার সুপার মার্কেটেও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।