
ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশি-ভারতীয় ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে দিওয়ালি মেলায় গান গেয়ে দর্শক মাতালেন ইন্ডিয়ান আইডল খ্যাত সুপারস্টার সালমান আলী। তাকে একনজর দেখতে এবং তার গান শুনতে দর্শক শ্রোতার ঢল নেমেছিল ৭৪ স্ট্রিটে।
প্রতি বছরের মত এ বছরও জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে দিওয়ালি মেলার আয়োজন করে জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এরই অংশ হিসাবে গত ৬ নভেম্বর রোববার ৭৪ স্ট্রিট সেজেছিল বর্ণাঢ্য সাজে। পুরো রাস্তাজুড়ে বসেছিল বিভিন্ন স্টল। বিভিন্ন পণ্য ছাড়াও ছিল মজাদার খাবারের স্টল।
অন্যদিকে ৭৪ স্ট্রিটের টিডি ব্যাংক কর্ণারে স্থাপিত সুবিশাল মঞ্চে ছিল সঙ্গীত পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করে ভারতীয় শিল্পীরা। কিন্তু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইন্ডিয়ান আইডল খ্যাত তারকা শিল্পী সালমান আলী। তিনি তার মৌলিক ও জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করে রাখেন। ভারতীয় আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশিদেরও ভিড় ছিল চোখে পড়ার মত।
মেলায় বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দকে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়া মঞ্চে জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।