ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ স্ট্রিট করার প্রকল্প ও পরিকল্পনা সফল হওয়ার পর এবার জ্যাকসন হাইটস এলাকায়ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পার্কিং লট করার পরিকল্পনা করা হচ্ছে। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিটে যে খালি জায়গা আছে, সেখানে বেশ কিছুু গাড়ি একসঙ্গে পার্ক করা সম্ভব। ওই জায়গাকে টার্গেট করেই সেখানে পার্কিং লট করার চেষ্টা চলছে। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) পক্ষ থেকে এই পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ঠিকানাকে বলেন, আমি গত বছরের ডিসেম্বরে জেবিবিএর পক্ষ থেকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ৩৭ অ্যাভিনিউয়ের নামকরণ বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব দিয়েছিলাম। এরপর সেটি সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানকে দিয়েছিলাম। তিনি সব ধরনের উদ্যোগ নিয়ে সিটি কাউন্সিলে পাস করিয়েছেন। এ জন্য আমরা খুশি।
তিনি বলেন, আমি যেহেতু মেয়রের অফিসের সঙ্গে থেকে কাজ করছি, তাই মেয়রের সঙ্গে আমার কথা বলার সুযোগ আছে। আমি মেয়র এরিক অ্যাডামসকে বলেছি, তিনি যেন জ্যাকসন হাইটসের ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য এখানে একটি পার্কিং লট করে দেন। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিটের খালি জায়গায় পার্কিং লট করার জন্য আমি মেয়রকে অনুরোধ করেছি। তিনি বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে তিনি ডিওটি কমিশনারের সঙ্গেও কথা বলবেন বলে আমাকে জানান। ডিওটি কমিশনারের সঙ্গেও আমি কথা বলেছি। তাকেও অনুরোধ করেছি, ৬৯ স্ট্রিটের খালি জায়গায় আমাদের জন্য একটি পার্কিং লটের ব্যবস্থা করে দিতে। তিনি ওই জায়গায় পার্কিং লট করা সম্ভব কি না তা বিবেচনা করে দেখবেন বলে জানান।
ফাহাদ সোলায়মান বলেন, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ৬৯ স্ট্রিটে অথবা অন্য কোথাও একটি পার্কিং লট করতে। এ জন্য কাজ চালিয়ে যাব। তিনি বলেন, জ্যাকসন হাইটসে প্রতিনিয়ত ব্যবসাপ্রতিষ্ঠান বাড়ছে। এ কারণে মানুষের সংখ্যাও বাড়ছে। এখানে পার্কিং একটি বড় সমস্যা। ফ্রি পার্কিং যে যেখানে পান সেখানেই করেন। অনেকে পেমেন্ট দিয়েও পার্কিং করেন। যারা সারা দিন ব্যবসা করেন, তাদের জন্য গাড়ি পার্কিং বড় সমস্যা। তাই আমরা চাই দ্রুত এটি করা হোক।