জ্যাকসন হাইটসে ‘রব-রুহুল’ প্যানেলের কর্মিসভা

আমাদের প্যানেল সেরা প্যানেল

ঠিকানা রিপোর্ট: বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচনী কর্মীসভায় বিজয়ের লক্ষ্যে নির্বাচনী কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা সোসাইটিকে নেতৃত্ব দেয়ার জন্য ‘রব-রুহুল’ প্যানেলকে যোগ্য ও সেরা প্যানেল হিসেবে আখ্যায়িত করে বলেন, এই প্যানেলের সকল প্রার্থীই যোগ্য। বক্তারা বলেন, কে কাকে কীভাবে ভোটার বানিয়েছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা সোসাইটিতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। সবাই আমাদের সদস্য। আগামী ২১ অক্টোবরের নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এই কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি এবং ‘রব-রুহুল’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিমুর রহমান বুরহান।
সভায় অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও নোয়াখালী সমিতির সাবেক সভাপতি হাজী মফিজুর রহমান, সোসাইটির ট্রাস্টি ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এমদাদ হক কামাল, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, সোসাইটির সাবেক কর্মকর্তা ও কমিউনিটি বোর্ড মেম্বার একেএম নূরুল হক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি শাহাদৎ হোসেন, ঢাকা সোসাইটির সাবেক সভাপতি বাসেত রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, কুমিল্লা সমিতির সভাপতি ও যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম চৌধুরী, শরিয়তপুর সমিতির সহ সভাপতি সারোয়ার হোসেন মোল্লা, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়কারী জাহিদ মিন্টু, নোয়াখালী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সমন্বয়কারী তাজু মিয়া, কমিউনিটি অ্যাক্টিভিস্ট টি মোল্লা, জহির মোল্লা, আবু সুফিয়ান, রফিকুল ইসলাম ভূঁইয়া, নাজমুল হাসান মানিক, রমেশ চন্দ্র দেবনাথ, আকতার হোসেন, মিজান খান, ‘রব-রহুল’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা আশরাফ উদ্দিন মোল্লা, যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম খান, সেলিম চৌধুরী বাবুল, ফারুক শেখ, সবুর হোসেন জাহাঙ্গীর, সমন্বয়কারী মঈনুল ইসলাম চৌধুরী। উল্লেখ্য, স্থানীয়ভাবে একাধিক অতিথি দর্শক-শ্রোতার আসনেই অবস্থান করেন এবং সময় স্বল্পতার কারণে অনেকেই স্বেচ্ছায় বক্তব্য প্রদান থেকে বিরত থাকেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টি মোল্লা এবং গীতা পাঠ করেন ‘রব-রুহুল’ প্যানেলের স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। সভায় ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। যৌথভাবে সভাটি পরিচালনা করেন এই প্যানেলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান এবং প্রধান সমন্বয়কারী জে মোল্লা সানি।
সভায় ‘রব-রহুল’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিয়ানীবাজার সমিতির সভাপতি ও ‘রব-রুহুল প্যানেলের জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মস্তফা কামাল ও প্রধান সমন্বয়কারী ছদরুন নূর, কমিউনিটি এ্যাক্টিভিস্ট ফারুক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, নিউজার্সী থেকে আগত জয়নাল আবেদীন আমান, ইউসুফ জসিম প্রমুখ।

সভায় সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া তার বক্তব্যে দীর্ঘ প্রবাস জীবনের নানা চড়াই-উৎরাইয়ের কথা তুলে ধরে বলেন, ১৯৮৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আসনে এবং ব্রুকলীনে বসবাস করছেন। দেশে ও প্রবাসে প্রতিষ্ঠার পাশাপাশি সমাজ সেবায় অবদান রেখে চলেছেন এবং সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, আমি আমার জন্য নয়, কমিউনিটি নেতৃবৃন্দের অনুরোধে সোসাইটির সেবা দিতেই সভাপতি প্রার্থী হয়েছি। আমি কম কথায় আর কাজে বিশ্বাসী। নিরবে-নিভৃতে কাজ করতে ভালোবাসি। তবে আমি চাই যোগ্য লোক সোসাইটির নেতৃত্বে আসুক। প্রসঙ্গত তিনি বলেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটিতে একবার সভাপতির দায়িত্ব পালন করে আবার সভাপতির দায়িত্ব পেয়েছি। কিন্তু সবার অনুরোধে দুই আড়াই বছর আগে প্রিয় এই সংগঠনের সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে প্রার্থী হয়েছি। আমাদের ‘রব-মিন্টু’ প্যানেলের নেতৃত্বে নোয়াখালী ভবন ঋণমুক্ত হয়েছে। এখন নোয়াখালীবাসীর ভবনের মূল্য ৩ মিলিয়ন ডলার, সমিতির ৫০০ কবর রয়েছে। আরো প্রায় ৩ মিলিয়ন ডলার ব্যাংকে রয়েছে। এছাড়াও একটি বাড়ি ক্রয় করে ফিউনারেল সার্ভিস চালুর উদ্যোগ চলছে। তিনি বলেন, নির্বাচন ঘিরে আমি কোন প্রার্থীকে গালমন্দ করতে চাই না। ২৭ হাজার ৫১৩জন ভোটারই আমার ভোটার। আমি সকলের প্রার্থী। সোসাইটিতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এটাই আমার কামনা।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী বলেন, সোসাইটির যোগ্য সভাপতি কামাল আহমেদের কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষা আর তার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করতেই ‘রব-রুহুল’ প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেল জয়ী হলে সোসাইটির চলমান কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি সময়োপযোগী নতুন কর্মসূচি গ্রহণ করা হবে, সোসাইটিকে আরো শক্তিশালী করা হবে।
সভায় মহিউদ্দিন দেওয়ান বলেন, ‘রব-রুহুল’ প্যানেলের কর্মকর্তাদের অনুরোধে সোসাইটির নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছি। এ নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, মিথ্যা কথা বলছেন, প্রপ্রাগান্ডা ছড়াচ্ছেন, যা ঠিক নয়। তিনি বলেন, যারা ভোটার তাদের প্রার্থী হওয়ার অধিকার আছে। রাফেল তালুকদার বলেন, ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা ভালো মানুষ, স্বজ্জন মানুষ। তাদের বিজয়ী করতে হবে। আব্দুস শহীদ তার বক্তব্যে ‘রব-রুহুল’ প্যানেলের জয় কামনা করে বলেন, সোসাইটির ভোটার প্রক্রিয়া পরিবর্তন করা দরকার। নিজের ভোট নিজে করার প্রক্রিয়া চালু করতে হবে।
একেএম নূরুল হক বলেন, যার যেটুকু সম্মান প্রাপ্য তাকে তাই দিতে হবে। আর সোসাইটির জন্য ন্যায়-নীতিবান, সৎ নেতৃত্ব দরকার। এজন্য ‘রব-রুহুল’-এর বিকল্প নেই।
আমিনুল ইসলাম চৌধুরী বলেন, অর্থ বা স্বার্থের কাছে বিবেক বিক্রি নয়, বরং সোসাইটিকে আরো শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর যাদের গোড়ায় গলদ, যারা ঠিকমত প্রার্থীর মনোনয়নপত্র পূরণ করতে পারেন না। যারা নানা অভিযোগে অভিযুক্ত, এফবিআই’র হাতে আটক হয়েছেন, তারা কীভাবে সোসাইটির নেতৃত্ব দেবেন?
মশিউর রহমান বলেন, বাংলাদেশ সোসাইটিকে আর কারো পকেটবন্দি করতে দেয়া হবে না।
মস্তফা কামাল বলেন, আমরা সবাই ‘রব-রুহুল’ প্যানেলের নৌকার মাঝি আর যাত্রী। আমাদের দুইজন সদস্য ইতিমধেই বিজয়ী হয়েছেন। বাকি ১৭জন কর্মকর্তাকে বিজয়ী করতে হবে।
ফারুক চৌধুরী বলেন, বক্তৃতাবাজী আর বিরিয়ানী খেয়ে ঘরে বসে থাকলে আর রাস্তায় বসে ভোটার বানিয়ে নির্বাচনে জয় আসবে না। প্রার্থী সহ সবাইকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।
ছদরুন নূর বলেন, ‘রব-রুহুল’ নামের মধ্যেই জয় লুকিয়ে আছে। ‘রব’-এর প্রতি আমাদের সবার বিশ্বাস রাখতে হবে।
তাজুল ইসলাম বলেন, যিনি নোয়াখালী সমিতির সভাপতির মেয়াদ দুই বছর ছেড়ে দিয়ে ত্যাগ স্বীকার করে সোসাইটির সেবায় এগিয়ে আসতে পারেন, সেই রব মিয়াকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তিনি একজন সফল সংগঠক।
ইউসুফ জসিম বলেন, কারো অর্থ বা কোন মোহের কাছে বিক্রি নয়, বাংলাদেশ সোসাইটিতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
সভাপতির বক্তব্যে আজিমুর রহমান বুরহান বলেন, আমরা অর্থ বা সমালোচনায় ভীত নই। আমরা কাজে বিশ্বাসী। যারা সঠিকভাবে সোসাইটিকে নেতৃত্ব দিতে পারবেন তারাই আমাদের প্রার্থী। আমরা সকল প্রবাসীর দোয়া আর ভোটারদের ভোটে অবশ্যই জয়ী হবো।
সভায় কুইন্স, ব্রুকলীন ও ব্রঙ্কসের বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, রফিকুল ইসলাম, নাজমুল হাসান, শাহ নেসার স্বপন, আব্দুল মান্নান, শামীম মাহমুদ, হাসানুজ্জামান বাদল, আবু তাহের, সোহেল ভূইয়া, জামাল উদ্দিন, আবুল হাসেম, মোহাম্মদ ইয়াসীন, জামাল ইউ আহমেদ প্রমুখ।