জ্যাকসন হাইটসে সিনেটর জিলিব্র্যান্ড

ঠিকানা রিপোর্ট : ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্র সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডের সমর্থনে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্ট হলে আয়োজন করা হয় ফান্ডরেইজিং অনুষ্ঠানের। ‘বাংলাদেশি আমেরিকান ফর জিলিব্র্যান্ড’ অনুষ্ঠানের আয়োজক ছিলেন মূলধারার বাংলাদেশি আমেরিকানরা।
অনুষ্ঠানে সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডকে বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এছাড়া তাকে পুনরায় সিনেটর নির্বাচিত করার লক্ষ্যে অনুষ্ঠানে ফান্ডরেইজ করা হয়।
অনুষ্ঠানে কার্স্টেন জিলিব্র্যান্ড বাংলাদেশি কমিউনিটিকে অগ্রসরমান উল্লেখ করে বলেন, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি অনেক দূর এগিয়েছে। তারা মূলধারার আরো ভালো করবে আশা প্রকাশ করে তিনি বলেন, এজন নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ বাড়াতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশিরা কার্স্টেন জিলিব্র্যান্ডকে পুনরায় সিনেটর নির্বাচিত করার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানে অন্যতম আয়োজক মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, মূলধারা নেত্রী মাজেদা উদ্দিন, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক, আব্দুল কাদের মিয়া, হাবিব রহমান, টাইম টিভির সিইও আবু তাহের, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, জনপ্রিয় সঙ্গীতশিল্পী শামীম সিদ্দিকী ও চন্দ্রা রায় প্রমুখ।
উল্লেখ্য, নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা জিলিব্র্যান্ড ডার্টমাউথ কলেজ এবং ইউসিএলএ স্কুল অফ ল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কার্স্টেন জিলিব্র্যান্ড একজন আমেরিকান আইনজীবী এবং রাজনীতিবিদ, যিনি ২০০৯ সাল থেকে নিউইয়র্ক থেকে জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসাবে কাজ করছেন। এর আগে তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর, গভর্নর ডেভিড প্যাটারসন জিলিব্র্যান্ডকে সিনেটের যে আসনটি ক্লিনটন খালি করেছিলেন তা পূরণ করার জন্য তাকে নিউইয়র্কের দ্বিতীয় নারী সিনেটর বানিয়েছিলেন। জিলিব্র্যান্ড আসনটি ধরে রাখতে ২০১০ সালে একটি বিশেষ নির্বাচনে জয়লাভ করেন এবং ২০১২ এবং ২০১৮ সালে পূর্ণ মেয়াদে নির্বাচিত হন।