‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগ সাবেক প্রেসিডেন্ট জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী সাবেক প্রেসিডেন্ট জিয়ার পালিত হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ এবং যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ সংগঠন আরাফাত রহমান কোনো স্মৃতি পরিষদ।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মত এবারো জ্যাকসন হাইটসে দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন জ্যাকসন হাইটস এলাকাবাসী। গত ৩০ মে মঙ্গলবার জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে নবান্ন রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে বিপুল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
শাহাদাতবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক দেওয়ান মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানত হোসেন আমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জ্যাকসন হাইটস এলাকাবাসী এ আয়োজনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রবাসে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমনই হওয়া উচিত। তিনি বলেন, এ ধরনের চর্চা না থাকলে বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি নষ্ট হবার আশঙ্কা থাকে। কিন্তু ঐক্যবদ্ধ থাকার কারণে আজ জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশিদের দখলে। আমরা আধিপত্য বিস্তার করেছি।
এর আগে স্বাগত বক্তব্যে জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নমি বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে। ভিন্ন রাজনৈতিক আদর্শ থাকতে পারে। কিন্তু আমরা জ্যাকসন হাইটস এলাকাবাসীর যে রাজনৈতিক দর্শন থাকুক না কেন, আমরা চাই সবার মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকুক। রাজনৈতিক কারণে আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি না হতে পারে এজন্য বাংলাদেশের জাতীয় নেতাদের আমরা স¥রণ করি। এ কারণে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবাষির্কীতে দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করেছি।
কর্মসূচী সফল করতে দেওয়ান মনিরকে আহ্বায়ক, সারওয়ার খান বাবুকে প্রধান সমন্বয়কারী, আবুল কাশেমকে সমন্বয়কারী এবং আমানত হোসেন আমানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।
এদিকে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের উদ্যোগে ৩০ মে মঙ্গলবার বিকালে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, সৈয়দা মাহমুদা শিরীন, এম এ বাতিন, মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, সাঈদুর রহমান, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, দেওয়ান কাউসার, মিয়া আলিম পাখি, রিয়াজ রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, দীর্ঘ পথ-পরিক্রমায় যুক্তরাষ্ট্র প্রশাসনে প্রবাসীদের বিশেষ একটি মর্যাদা তৈরী হয়েছে। হোয়াইট হাউজ, কংগ্রেস, স্টেট গভর্ণর , সিটি কাউন্সিল থেকে মেয়র অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন অনেক প্রবাসী।
এমনি অবস্থায় শেখ হাসিনা ও তার সরকারের দুঃস্কর্মের কারণে আজ বাংলাদেশের বিরুদ্ধে নানা স্যাংশনের ঘটনায় নতুন প্রজন্মের প্রবাসীরাও বিব্রত এবং আমরা প্রথম প্রজন্মের আমেরিকানরা লজ্জিত হচ্ছি প্রতিনিয়ত। এজন্য আমরা ধিক্কার জানাই এই সরকারের প্রতি। গিয়াস আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন সময়ের প্রয়োজনেই এসেছে। তাই আমরাও দৃঢ়কন্ঠে উচ্চারণ করতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেব না। জনগণের ভোট জনগণ যাকে ইচ্ছা তাকে দেবে। আর সে নির্বাচনেই দেশপ্রেমিক-গণতন্ত্রের পূজারি এবং সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার প্রতিষ্ঠিত হবে।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ২৯ মে সোমবার বিকালে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ।
তবারক বিতরণের প্রাক্কালে জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি আলোকে বক্তব্য দেন বিএনপি নেতা মার্শাল মুরাদ, পারভেজ সাজ্জাদ, হাবিবুর রহমান সেলিম রেজা, আনিসুর রহমান, সোহরাব হোসেন, বদিউল আলম, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, মোহাম্মদ নাসিম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, কাজী আসাদউল্লাহ, শাহাদৎ হোসেন রাজু, কাউসার আহমেদ, আশরাফ হোসেন, আনোয়ার হোসেন, নীরা রাব্বানী প্রমুখ।