
ঠিকানা রিপোর্ট : ল’ অফিসেস অব রুমা জান্নাতুল পিএলএলসি নামে জ্যাকসন হাইটসে অফিস করলেন এটর্নী জান্নাতুল রুমা। তিনি জ্যকসন হাইটসের ৭৪ স্ট্রিটে এই অফিসের উদ্বোধন করবেন ১ এপ্রিল। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।
এটর্নী রুমার অফিস প্রতিষ্ঠার জন্য তাকে সহায়তা করছেন তার স্বামী সমিরুল। তিনি জানান, ৩৭-১১ ৭৪ স্ট্রিটের ২য় তলায় অফিস নেয়া হয়েছে। সুইট নম্বর এফ-২। জ্যকসন হাইটসের এই অফিসে তিনি প্রতিদিনি বসবেন। ৩১ মার্চ পর্যন্ত তিনি যে বর্তমান অফিসে কাজ করছেন সেখানে কর্মরত থাকবেন। এপর তিনি তার নিজের অফিসে বসবেন।
উল্লেখ্য এটর্নী জান্নাতুল রুমা বাংলাদেশ থেকে আইন বিষয়ে লেখাপড়া সম্পন্ন করেন ও এখানে এসে বোস্টনে খাতনামা একটি ল’ স্কুলে লেখা পড়া সম্পন্ন করেন। তিনি জেডি সম্পন্ন করার পর বার পরীক্ষা দেন এবং বার পরিক্ষায় অত্যন্ত সফলতার সাথে পাস করেন। এরপর তিনি একাধিক ল’ ফার্মে কাজ করেন। ১ এপ্রিল থেকে তিনি নিজেই স্বতন্ত্রভাবে ল’ ফার্ম পরিচালনা করবেন।
নতুন ল’ ফার্ম করা উপলক্ষে এটর্নী রুমা কমিউনিটির সর্বস্তরের মানুষের সহায়তা চেয়েছেন। যাদের আইনী সহায়তা প্রয়োজন তাদেরকেও তার কাছ থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আমাদের কমিউনিটির মানুষের জন্য কাজ করতে চাই। এই জন্য নিজেই ফার্ম করেছি। আশা করছি মানুষকে সেবা দিতে পারবো।