জ্যামাইকায় দুর্বৃত্তের কবলে বাংলাদেশি

ঠিকানা রিপোর্ট: জ্যামাইকার অধিবাসী ফাহিম রহমানকে মারধোর করেছে সেখানকার কিছু যুবক। তার কাছ থেকে কেড়ে নিয়েছে গাড়ির চাবি ও মোবাইল ফোন। এই ঘটনায় তিনি ১০৭ প্রিসিঙ্কেটে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার অনুসন্ধান করছে।
ফাহিম রহমান ঠিকানাকে বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে জ্যামাইকায় আমি হাঁটতে গিয়েছিলাম। সেখানে হাঁটার সময়ে কয়েকজন ছেলে এসে পথরোধ করে। তারা আমাকে মারধোর করে, কিল ঘুষি দেয়, আহত করার চেষ্টা করে। সেই সাথে আমার কাছে মোবাইল ফোন ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এই ঘটনাটিকে আমি হেইট ক্রাইমের ঘটনা বলতে চাই না। তবে যারা আক্রমণ করে তাদের বয়স হতে পারে ১৭-১৮ বছর। আমি সপ্তাহে তিনদিন জ্যামাইকাতে হাঁটতে যাই। অন্যান্য দিনের মতো সেখানে হাঁটতে গিয়েছিলাম। হাঁটার সময়ে এই ঘটনা ঘটে।
অনেক মারধোর করার কারণে ঘটনার পর ব্যথা পাওয়ার কারণে আমি হাসপাতালে যাই। সেখানে চিকিৎসা নেই। পুলিশের কাছে অভিযোগ দায়ের করি।
তিনি বলেন, মঙ্গলবার রাত আটটা পর্যন্ত এখনও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উল্লেখ, ফাহিম রহমান নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি এডভোকেট রুবাইয়া রহমানের স্বামী।