জ্যামাইকায় ‘কুইন্স ফার্নিচার’ ও ‘ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাভেলস’ চালু

নিউ ইয়র্ক : বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে চালু হলো দুটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হচ্ছেÑ ‘কুইন্স ফার্নিচার’ ও ‘ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাভেলস’। চার বাংলাদেশি যৌথভাবে একই ঠিকানায় ব্যবসা দুটি চালু করেছেন।
জ্যামাইকার হিলসাইড এভিনিউ ১৬৮ স্ট্রিটের কর্ণারে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান দু’টির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর, রোববার, ‘কুইন্স ফার্নিচার’ এবং ‘ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাভেলস’-এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মির্জা আবু জাফর বেগ।

অনুষ্ঠানে জ্যামাইকার মসজিদ মিশন (হাজী ক্যাম্প)-এর প্রেসিডেন্ট ও ইমাম হাফেজ রফিকুল ইসলাম, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার এবং প্রতিষ্ঠান দু’টির স্বত্বাধিকারী একেএম সফিকুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এএম আলম ভূঁইয়া (বিটি) ও শোভন রায় এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।