জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি গঠিত

সভাপতি দেলোয়ার : সা. সম্পাদক সানী

ঠিকানা রিপোর্ট : জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২২ আগস্ট সন্ধ্যায় জ্যামাইকা ১৬২ স্ট্রিট রিলায়বল হোম কেয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ৪০ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন প্রতিষ্ঠাকালীন সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
কমিটিতে রয়েছেন- প্রধান উপদেষ্টা এবি এম ওসমান গনি, উপদেষ্টাবৃন্দ- ডাঃ ওয়াজেদ এ খান, ছদরুন নূর, হাজী শামসুল ইসলাম, মনজুর আহমদ চৌধুরী, সালেহ আহমদ, সরাফ সরকার, রেজাউল করীম চৌধুরী, দুলাল মিয়া এনাম, মোহাম্মদ শাহনাওয়াজ, অধ্যাপিকা হুসনে আরা, ডাঃ টমাস দুলু রায়, ডাঃ মাসুদুল হাসান, মোহাম্মদ সাদেক, জহিরুল ইসলাম, ফজরুল হক, মোস্তফা কামাল, ডা : আব্দুল লতিফ এবিএম সালাউদ্দিন আহমেদ, মিসবাহ আহমেদ, প্রফেসর শাহাদাত হাসান, শেখ আনসার আলী, হুমায়ুন কবির, ওমর খসরু, সৈয়দ আতিক, মনির হোসেন।

নিউইয়র্ক : জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ফখরুল ইসলাম দেলোয়ার।


নতুন নির্বাহী কমিটি-সভাপতি মোঃ ফখরুল ইসলাম দেলোয়ার, সহ-সভাপতি এএফ মিসবাহউজ জামান, ইফজল চৌধুরী, রাসেক মালিক, সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ আক্তার বাবুল, সাংগঠিক সম্পাদক বাবুল হাওলাদার, প্রচার ও জনসংযোগ সম্পাদক এস এম সোলাইমান, ক্রীড়া সম্পাদক সুমন খান, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম রোজী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক এনায়েত মুন্সি, সাহিত্য বিষয়ক সম্পাদক ফয়সল আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিমু মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোলাম আজম রকি।
কার্যকরী সদস্যরা হলেন-বিলাল চৌধুরী, সাইফুল ইসলাম, শেখ হায়দার আলী মোঃ সেবুল মিয়া, আল – আমিন রাসেল, আনোয়ার হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম, কাজী আবু নাসের, শাহ্ জে চৌধুরী, লিটন আহমেদ, রোমান রেজাউল, সৈয়দ লিটন আলী, সহদেব তালুকদার, তরিকুল ইসলাম তুহিন, রেজাউল আলম অপু, বাহরুল ইসলাম রমিজ, কবির মুন্সি, রাশেদ আল হাসান, মোশারফ হোসেন, মোহম্মেদ জাসিম, শেখ ফরহাদ, মাহিন আহমেদ, আমিনুল হক।