ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী।

২৪ মার্চ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের সুপারভাইজার মেহেদী হাসান (৪৫) ও যাত্রী পারভেজ হোসেন (৩৫)।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী ও যাত্রী পারভেজ নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

আহত যাত্রীরা বলেন, বাসের চালক ও সুপারভাইজারের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডা হওয়ায় বাসটি অতিরিক্ত গতিতে চালিয়েছেন চালক, যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়।

ঠিকানা/এনআই