টঙ্গীতে প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার

ঠিকানা অনলাইন : গাজীপুরের টঙ্গীতে প্রাইভেট কার থেকে এক শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। টঙ্গীর বড়বাড়ির বগারটেক এলাকায় জয়বাংলা সড়কে থাকা ওই প্রাইভেটকার থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তাঁর সহধর্মিণী আমজাদ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলি।

স্বজনেরা বলছেন, গতকাল বুধবার থেকে এ শিক্ষক দম্পতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ বৃহস্পতিবার ভোরে তাঁরা খবর পান, বড়বাড়ির বগারটেক এলাকার জয়বাংলা সড়কে একটি প্রাইভেটকারের মধ্যে দুজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি শনাক্ত করেন স্বজনেরা।

গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী জানিয়েছেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত তথ্য জানা যাবে।

ঠিকানা/এসআর