দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল। একক গান ও প্লেব্যাক করছেন নিয়মিত। পাশাপাশি স্টেজ শো নিয়ে চলছে ব্যস্ততা। এবার আবারো প্লেব্যাক নিয়ে শিরোনামে এলেন তিনি। তবে এবার দেশের কোনো ছবির গান নয়, টলিউডের একটি ছবিতে গান গাইলেন এই গায়িকা। ‘হৃদয়ের গহিনে’ শিরোনামে ছবির জন্য কোনালের গানটি লিখেছেন অনুরূপ আইচ ও সুর করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘টলিউড ছবিতে এই প্রথম গান গাইলাম। অবশ্যই ভালোলাগা থেকে কাজটি করা। গানটিতে অন্য রকম এক ভালোলাগা আছে। সেটি হয়তো শুনলেই সবাই বুঝবেন।’
ছবিটিতে অভিনয় করবেন সৌমিত্র চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও সোহিনী সরকার। আগামী নভেম্বর থেকে গানটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।