টস জিতে বোলিংয়ে ক্যারিবীয়রা

ঠিকানা অনলাইন : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

সবাইকে ঝালিয়ে নিতে বেশকিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। সেই কারণে চার্লস, কটরেল, রেইফার এবং কারিয়াকে বসিয়ে রেখেছেন তারা।

এদিকে দুই দলের শেষ পাঁচ ম্যাচের ফল মোটেও ভালো নয়। শেষ পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচে জয় পেলেও, স্কটল্যান্ড তাদের শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে একটিতে জিততে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কাইল মায়ার্স, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকেল হোসেইন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাককয়।

স্কটল্যান্ড একাদশ : জর্জ মুন্সি, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস (ডব্লিউ), রিচি বেরিংটন (সি), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ ও ব্র্যাড হুইল।

ঠিকানা/এসআর