বিশ্বচরাচর ডেস্ক : দৃশ্যত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। টাইমস মিডিয়া গ্রুপের এক মেগা অনলাইন জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে আরও দেখা গেছে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপি সরকারই ২০১৯ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়লাভ করবে। টাইমস গ্রুপের তিন পর্বের এই জরিপটি ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা তিনদিন ধরে চালানো হয়। টাইমস গ্রুপের দশটি মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৯টি ভাষায় পরিচালিত এ জরিপে ৫ লাখের বেশি মানুষ মতামত দেন। জরিপে অংশগ্রহণকারীদের তিন চতুর্থাংশের মত, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে তারা মোদির পক্ষেই ভোট দেবেন। একইভাবে ৭৯ শতাংশ অংশগ্রহণকারীর মত, আগামী লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন সরকারেরই এখন জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে, জরিপে আরও দেখা গেছে যে জনপ্রিয়তার ক্ষেত্রে মোদির চেয়ে বেশ পিছিয়ে আছেন কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী। মোদি ও রাহুলের মধ্যে এই মুহূর্তে মুখোমুখি নির্বাচনী লড়াই প্রশ্নে ২০ শতাংশ জানিয়েছেন যে, তারা রাহুলকে ভোট দেবেন। তবে জরিপে অংশ নেওয়াদের ৫৯ শতাংশ রাহুলের নেতৃত্বে অভিভূত নয় বলে জানালেও ৩৪ শতাংশের মত, ভোটারদের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন গান্ধী পরিবারের এই নেতা।
- বিজ্ঞাপন -