‘টাকা-পয়সা হাতের ময়লা’

শিতাংশু গুহ : কিছু মানুষ টাকা রোজগার করে আনন্দ পায়, কিছু মানুষ টাকা খরচ করে আনন্দ পায়। তবে টাকা খরচের আনন্দই আলাদা, সেটা বাপের টাকা হলে তো কথাই নেই? বিল গেটস প্রতিদিন এক রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করেন, টিপস দেন কুড়ি ডলার। তার ছেলেও একই রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করেন, টিপস দেন ১০০ ডলার। একদিন ওয়েটার বিল গেটসের কাছে এর কারণ জানতে চাইলে গেটস বলেন, আমার বাবা ছিলেন স্কুলশিক্ষক আর আমার পুত্রের বাবা বিশ্বের এক নম্বর ধনী। একদা ঢাকায় ‘জড়োয়া হাউস’ এর মালিক সর্বদা গাইতেন, ‘চাই না মা রাজা হতে।’ দেশ স্বাধীন হলে তিনি রাজা হয়ে যান, অর্থাৎ সোনার ব্যবসা ফেঁপেফুলে ওঠে (১৯৭৩-৭৪)। ‘টাকা তুমি দেখতে গোল, করো তুমি গন্ডগোল’-এই গানটি আমাদের ছোটবেলায় যথেষ্ট জনপ্রিয় ছিল। ‘টাকা-পয়সা হাতের ময়লা’-এ কথা সবাই বলেন, তবে এ ময়লা ধরতে কারো আপত্তি নেই!
অ্যারিস্টটল বলেছেন, অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা খুঁজত, তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। সেটি আর হচ্ছে কই, সবাই কে কার চেয়ে বড়, তা নিয়ে ব্যস্ত আছেন? বিল গেটসকে এক কলেজছাত্র লিখেছেন, আপনি গেটস (দরজা), উইন্ডো (জানালা) বানালেন কেন? তিনি কী উত্তর দিয়েছেন জানি না। তবে আমার ধারণা, বিশাল বিল গেটস নিজেকে ‘লো প্রোফাইল’ রাখতে দরজা বাদ দিয়ে জানালা বানিয়েছেন। পাখিটি বলছে, তীরটা যখন বুকে এসে বিঁধল তখন কষ্ট পাইনি, যখন দেখলাম মানুষটা পরিচিত, তখন কষ্ট পেয়েছি। ঘটনা তা-ই। কাছের মানুষটিই কষ্ট দেয় বেশি। ‘এক পিতার বুদ্ধির গল্পে’ এইচ জ্যাকসন ব্রাউন বলেছেন, পাথর ও জলস্রোতের সংঘাতে স্রোত সর্বদা জয়ী হয়, সেটা শক্তির জন্য নয়, অধ্যবসায়ের জন্য।
মহিষ চুরি করতে নাকি তিনজন লাগে? একজন মহিষের গলার ঘণ্টা খুলে বাজাতে বাজাতে উত্তর দিকে চলে যায়, আরেকজন মহিষ নিয়ে দক্ষিণ দিকে এবং তৃতীয় জন জনতার সাথে মিশে জনতাকে ঘণ্টার দিকে নিয়ে যায়। এ গল্পটি দুর্গাপূজার সময় হিন্দু নির্যাতন নিয়ে সাজালে কেমন হয়? মৌলবাদীরা হিন্দুদের ওপর আক্রমণ চালাল, পররাষ্ট্রমন্ত্রী ঘণ্টা নিয়ে অন্যদিকে গেলেন, সরকার জনগণকে ঘণ্টার দিকে নিয়ে গেল। অর্থাৎ ‘যেই লাউ সেই কদু’-মানুষ মেনে নিচ্ছে বা ভুলে যাচ্ছে কী ঘটেছিল। সুদান ইসলামি রাষ্ট্র থেকে বেরিয়ে এসে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে, আর বাংলাদেশ উল্টো দিকে হাঁটছে। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্বিচারে অত্যাচার চলছে, মূর্তি ভাঙছে। চট্টগ্রামে ৩৫টি দেবীমূর্তি ভাঙার মাধ্যমে জানলাম, সরস্বতী পূজা এসে গেছে।
২০২১ কালের গর্ভে বিলীন হয়ে গেছে। বিদায়। স্বাগত ২০২২, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। করোনা, ওমিক্রন, ডেল্টা এবং আরো যত ভ্যারিয়েন্ট আছে, বিদায় হোক। হিংসা-বিদ্বেষ, রোগ-শোক দূর হোক, ২০২২’র পৃথিবী হোক শান্তিময়। জয় হোক শুভবুদ্ধিসম্পন্ন মানুষের। রাজা রামমোহন রায় বলেছিলেন, ‘গরু বিভিন্ন রঙের হয়, তবে সকল গরুর দুধ একই; তেমনি সকল ধর্মের মূলকথা হচ্ছে ‘সত্য’। আসলে কি এ কথা সত্য? এবার বড়দিনে তসলিমা নাসরিন লিখেছেন, ‘মেরি ক্রিসমাসের সকল শুভেচ্ছা আমি হিন্দু বন্ধুদের কাছ থেকে পেয়েছি, কোনো মুসলিম বন্ধুর কাছ থেকে নয়। ঈদের শুভেচ্ছা আমি হিন্দু-মুসলিম সবার কাছ থেকেই পাই। কিন্তু পূজার শুভেচ্ছা আমি শুধু হিন্দুদের কাছ থেকেই পাই। ইট টেলস এ লট।’
১৭ জানুয়ারি ২০২২, নিউইয়র্ক।