ঠিকানা অনলাইন : টাঙ্গাইলের ধনবাড়ীতে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন।
৩০ এপ্রিল রোববার দুপুর ১২টায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ওসি এইচএস জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মধুপুর উপজেলার বাঘিল গ্রামের আবুল কামালের মেয়ে রসনি আক্তার (১৩), জয়নাল আবেদীনের মেয়ে বিথি আক্তার (১৩), ইজিবাইক চালক আ. হাকিম (৬০) এবং ধনবাড়ী উপজেলার নরিল্যা সাহাপাড়া গ্রামের ও হাদিরা বাজারের ভ্যানচালক গোলাম মোস্তাফা (৫০)। রসনি ও বিথি ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা পথ অবরোধ করে এবং বাসটি আটকে ভাঙচুর করে। পরে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, ইউএনও মো. আসলাম হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) ফারহানা আক্তার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এতে তীব্র যাটজটেরও সৃষ্টি হয় মহাসড়কে।
ঠিকানা/এনআই