ঠিকানা অনলাইন : টাঙ্গাইলের গোপালপুরে একতা রাইস মিলের ছাদ ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর রোববার রাত ১০টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপরজন হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে মারা গেছেন।
গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, একতা রাইস মিলে শ্রমিকরা কাজ করার সময় মিলের ছাদ ভেঙে পড়ে। এতে তিনজনের মৃত্যু হয়েছে।
ঠিকানা/এনআই