
ঠিকানা অনলাইন : টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। ২১ এপ্রিল শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাজধানীর নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিটের ব্যবধানে তা রূপ নেয় বজ্রসহ ঝোড়ো বাতাসে। আকাশে জমে কালো মেঘ।
টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী। তবে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বৃষ্টির পূর্বাভাস তো আগেই দেওয়া ছিল। সেটাও হচ্ছে এখন। এই সময়ে ঝোড়ো বৃষ্টি হয়, এখনো তা-ই হবে। তবে এই ঝড় বড় কোনো আকার নেবে না।
এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও ভোলা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ও আজকের সর্বনিম্ন তাপমাত্রায় বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
ঠিকানা/এনআই