টিভি দেখলে শিশুর সৃজনশীলতা কমে

বিশ্বচরাচর ডেস্ক : দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুর সৃজনশীলতা কমে যায়। সম্প্রতি ব্রিটেনে তিন বছর বয়সী ৬০ জন শিশুর ওপর এই গবেষণাটি চালানো হয়। এতে দেখা যায়, প্রতিদিন ১৫ মিনিটের বেশি সময় ধরে টিভি দেখার অভ্যাস যে শিশুদের, তাদের সৃজনশীলতা অন্যদের চেয়ে কম। সৃজনশীলতার জন্য দরকার চিন্তা-চেতনায় স্থিরতা বা ধীশক্তির বৃদ্ধি সাধন। যেটা মনের স্থিরতার ওপর অনেকাংশেই নির্ভরশীল। টিভি শিশুর মনের স্থিরতাকে নষ্ট করে দেয়। গবেষক দলের একজন ছিলেন মনোবিজ্ঞানের অধ্যাপক। তিনি জানান, একদল শিশুকে এক মাস ধরে ‘পোস্টম্যান প্যাট’ নামে একটি ধারাবাহিকের আধা ঘণ্টার একেকটি পর্ব দেখানো হয়েছিল। আরেক দল শিশুকে ওই এক মাস খেলাধুলা অথবা পাজল সমাধান করতে দেয়া হয়েছিল। এরপর তাদের মেধাভিত্তিক সৃজনশীলতার ওপর একটি পরীক্ষা নেয়া হয়। এতে দেখা গেছে, টিভি দেখার ফলে শিশুদের নিজস্ব চিন্তা- চেতনা ও ভাবনায় আমূল পরিবর্তন ঘটেছে। তাদের মেধা এক জায়গায় আর স্থির থাকতে পারছে না (যা সৃজনশীলতার জন্য একান্ত জরুরি)। ওই অধ্যাপক বলেন, মাঝে মধ্যে অথবা দুই একটা দিন টিভি দেখলে ব্রেনের ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। তবে ক্রমাগত প্রতিদিন শিশুদের টিভি দেখার অভ্যাস গড়ে তুললে তারা পড়ালেখা, খেলাধুলা বা অন্যান্য কাজে সক্রিয় থাকতে পারে না। এতে তাদের মেধাভিত্তিক সৃজনশীলতা কমে যায়। এতে তাদের বুদ্ধির বিকাশেও মারাত্মক প্রভাব পড়ে। অন্য দিকে যেসব শিশু খেলাধুলা বা পাজল সমাধানে ওই এক মাস ব্যস্ত ছিল, তাদের মেধায় এবং নিজস্ব চিন্তা-চেতনায় বেশ স্থিরতা এসেছে। যা সৃজনশীলতা ও মেধা বিকাশের জন্য সহায়ক।