টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বত্ব হারাতে পারে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ২০২৪ সালে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আইসিসি ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। কারণ যুক্তরাষ্ট্র আইসিসির প্রত্যাশামতো ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন করতে পারেনি।

যদি যুক্তরাষ্ট্র থেকে ২০২৪ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়, তবে ওয়েস্ট ইন্ডিজ থেকেও তা সরে যাবে। তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরটি ইংল্যান্ডে সরিয়ে আনা হতে পারে। আর তখন ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেতে পারে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আইসিসির ঘোষিত ২০২১ সালের এফটিপি অনুযায়ী, ২০২৪ বিশ্বকাপ দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে। ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বত্ব পেয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী আসর ইংল্যান্ডে হলে ২০৩০ আসর দেওয়া হতে পারে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে।

২০৩০ সালে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হলে তত দিনে তারা প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে পারবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক এক ক্রিকেটার মনে করেন, দেশটির ক্রিকেট অবকাঠামো এখন যে পর্যায়ে আছে, তাতে বিশ্বকাপের স্বত্ব তাদের হাতে থাকলে আসরটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।

ঠিকানা/এনআই