টি-টোয়েন্টি বিশ্বকাপ : এবার অঘটনের শিকার ওয়েস্ট ইন্ডিজ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া। আর ১৭ অক্টোবর সোমবার তৃতীয় ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নামিবিয়ার চেয়েও বড় অঘটনের জন্ম দিল স্কটল্যান্ড। ক্যারিবিয়ানদের ৪২ রানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল স্কটল্যান্ড। সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো উইন্ডিজকে হারাল তারা।

১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু এনে দিতে পারেননি ইনিংস উদ্বোধন করতে নামা দুই বাঁহাতি ব্যাটার কাইল মায়ারস ও এভিন লুইস। নিজের ও দলীয় ২০ রানের সময় প্রথম ব্যাটার হিসেবে আউট হন মায়ারস। তিনে নামা ব্র্যান্ডন কিংকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে দলের রান বাড়ানোর চেষ্টা করেন আরেক ওপেনার লুইস। তবে ব্যক্তিগত ১৪ রানে তাকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার ব্র্যাড হুইল। এ সময় উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটের বিনিময়ে ৫৩ রান।

লুইসের আউটের পরই নিয়মিত একের পর এক উইকেট হারাতে থাকে উইন্ডিজ। এক প্রান্ত আগলে রেখে শুধু দলের পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছেন জেসন হোল্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১১৮ রানে অলআউট করে ৪২ রানের জয় পেয়েছে স্কটল্যান্ড। ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে স্কটিশদের সেরা বোলার মার্ক ওয়াট। আর ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ৬৬ রান করা জর্জ মানসি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলেন দলটির দুই ওপেনার মানসি ও মাইকেল জোনস। তবে পাওয়ার প্লের মাঝেই বৃষ্টি আসায় তাদের খেলায় ছন্দপতন ঘটে। ২০ রান করা জোনসকে আউট করে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জেসন হোল্ডার। বৃষ্টি যেন সৌভাগ্য হয়ে আসে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে।এরপর দ্রুত আরও দুই উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে চাপে রাখেন ক্যারিবিয়ান বোলাররা।

অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন মানসি। এতে সফলও হন এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন মিডল অর্ডারের দুই ব্যাটার কালাম ম্যাকলেয়ড ও ক্রিস গ্রিভস। তাদের সঙ্গে ছোট ছোট দুটি জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে স্কটল্যান্ড। ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন দলের সর্বোচ্চ স্কোরার মানসি। ২ উইকেট করে নেন হোল্ডার ও আলজেরি জোসেফ।

ঠিকানা/এনআই