
স্পোর্টস ডেস্ক : প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-২০ ফরম্যাটে আট হাজার রান করে ফেললেন সুরেশ রায়না। একই সঙ্গে গড়লেন রেকর্ড। গত ২৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে এ মাইলফলক করেন তিনি।
পুদুচেরির বিরুদ্ধে উত্তরপ্রদেশের হয়ে তিন নম্বরে নেমে রায়না ১৮ বলে করেন ১২। তাতেই টপকে গেলেন টি-২০ ফরম্যাটে ৮০০০ রানের গণ্ডি। তার রান এখন ৮০০১। সার্বিকভাবে টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় রায়না এখন ছয়ে। তার ঠিক পেছনেই রয়েছেন বিরাট কোহলি। ৭৮৩৩ রানে তালিকার সাতে আছেন ভারত অধিনায়ক। এটা ছিল এই ফরম্যাটে রায়নার ৩০০তম ম্যাচ। ভারতীয়দের মধ্যে একমাত্র মহেন্দ্র সিং ধোনি এই ফরম্যাটে তিনশ’র বেশি ম্যাচ খেলেছেন। রায়নার পেছনে আছেন রোহিত শর্মা। ক্যারিয়ারে ২৯৯ টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। আর একটা ম্যাচ খেললেই ৩০০-র মাইলস্টোন স্পর্শ করে ফেলবেন রোহিত, যা হওয়ার কথা গত ২৭ ফেব্রুয়ারি বাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০। ২০০৬ সালের ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের প্রথন টি-২০ খেলেন রায়না। ভারতের হয়ে শেষ টি-২০ খেলেছেন গত বছরের ৮ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে। যাতে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। দেশের হয়ে রায়নার শেষ ম্যাচ গত বছরের ১৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে।