মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দেওয়া সহযোগিতা বন্ধের হুমকি দিয়েছেন। ইংরেজি নতুন বছরের শুরুতে গতকাল সোমবার প্রথম টুইটে তিনি এ বার্তা দেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বোকার মতোই পাকিস্তানকে গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে। বিপরীতে তারা আমাদের মিথ্যা ও শঠতা ছাড়া কিছুই দেয়নি। তারা আমাদের নেতাদের বোকা ভাবছে। আমরা আফগানিস্তানে যেসব সন্ত্রাসীকে তাড়া করছি তাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান। আমাদের কোনো সহযোগিতা করছে। আর না। ’
মার্কিন প্রত্যাশা অনুযায়ী সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান কার্যকর অভিযান পরিচালনা না করায় ২৫৫ মিলিয়ন ডলার সাহায্য প্রত্যাহার করার বিষয়ে গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছিল। পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটেছে ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর। যার প্রকাশ্য রূপ টুইটার বার্তায় হুমকিদান।