টেক্সাসে ৫টি গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঠিকানা ডেস্ক: খুন-খারাবি আর প্রাণহানি যুক্তরাষ্ট্রে বর্তমানে অনেকটা ডাল-ভাত। প্রতিদিনই আমেরিকার কোন না কোন অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ মরদেহের সন্ধান লাভের সংবাদ মিলে পত্র-পত্রিকার পাতা উল্টালেই।
এবার হিউস্টনের ৭৫ মাইল উত্তর-পূর্বের ব্লাঞ্চার্ডের একটি কর্পোরেটবিহীন কমিউনিটির ৫ সদস্যের মরদেহের সন্ধান পাওয়া গেছে ১৭ ফেব্রুয়ারি। প্রাপ্ত তথ্যানুযায়ী প্রথমে একজন প্রতিবেশী ইস্ট টেক্সাসের একটি ঘরের বাইরে ২ টি মরদেহ পড়ে থাকতে দেখে তার পুত্রকে বিষয়টি অবহিত করেন। পুত্র পুলিশে খবর দিলে পুলিশ অকুস্থলে হাজির হয়ে গৃহের অভ্যন্তরে আরও তিনটি মরদেহ দেখতে পান বলে জানান পলক কাউন্টি শেরিফের দপ্তরের কর্মকর্তাগণ।
শেরিফের দপ্তরের কর্মকর্তাগণ আরও জানান যে তারা মৃতদেহগুলো ছাড়াও একজন মহিলাকে তালাবদ্ধ বেডরুম ক্লোজেট থেকে জীবন্ত উদ্ধার করেন। ডেপুটী চীফ বাইরন লাইয়নস জানান, পুলিশ কর্মকর্তাগণ প্রথমে গৃহের মালিক কারিয়স এবং লিন্ডা ডেলানীর মৃতদেহ গৃহের বাইরে দেখতে পান। তারপর ঘরের ভেতরে দেখতে মালিক দম্পতির নাতনি অ্যাশলী ডিলানী, তার স্বামী র‌্যান্ডি হরন এবং ১৫ মাস বয়সী এক বালিকা শিশুর মরদেহ। বালিকা শিশুটি কার সে ব্যাপারে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি। কি কারণে সকলকে খুন করা হয়েছে তদন্তকারী কর্মকর্তাগণ তা তৎক্ষণাৎ জানাতে পারেন নি। যাহোক, হত্যার রহস্য উন্মোচনে কর্তৃপক্ষ প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।