টেররিস্ট মাছ

ঠিকানা রিপোর্ট: অতি সম্প্রতি বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে মোছওয়ালা মাছ আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এ সব মাছের মধ্যে রয়েছে বোয়াল, শিং, টেংরা, আইড়, মাগুর, পবদা মাছসহ আরো বেশি কিছু মাছ। সরবরাহ কম হওয়ায় এ সব মাছের দাম এখন বাজাওে বেশি। গত সপ্তাহে জ্যাকসন হাইটসে একজন ক্রেতা এসেছিলেন বাংলাদেশী মালিকানাধীন একটি গ্রোসারিতে। এসেই তিনি আইড় এবং বোয়াল মাছ খুঁজতে থাকেন। না পেয়ে তিনি কাউন্টারে জিজ্ঞেস করলেন বোয়াল মাছ এবং আড়াই মাছ নেই? তিনি বললেন, না। বাংলাদেশ থেকে এ সব মাছ আনা এখন নিষিদ্ধ। উত্তর শুনে ক্রেতা জিজ্ঞেস করলেন, কেন? প্রতিউত্তরে কাউন্টার পার্সন জানালেন, ভাই ট্রাম্পের আমলে অনেক কিছু সম্ভব। দেখেন ইতিমধ্যে বেশ কিছু নাগরিককে আমেরিকায় নিষিদ্ধ করেছে। সেই সব দেশ থেকে আমেরিকায় টেররিস্ট চলে আসবে। আমার মনে হয় এ সব মাছও ‘টেররিস্ট’ যে কারণে নিষিদ্ধ করা হয়েছে। উত্তর শুনে হাসতে হাসতে ক্রেতা বের হয়ে গেলেন। যেতে যেতে বললেন, ‘এত বছর এ সব মাছ আসছে, বাঙালিরা খাচ্ছে, কোন সমস্যা হচ্ছে না। আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে সবই সম্ভব’।