টেস্টে বাংলাদেশের ১৮ বছরে সেরা র‌্যাংকিং

স্পোর্টস রিপোর্ট : প্রতি বছর ১ মে হালনাগাদ করা হয় আইসিসির বার্ষিক টেস্ট র‌্যাংকিং। এবার সেই হালনাগাদ বড় এক সুখবর নিয়ে এলো বাংলাদেশের জন্য। টেস্ট আঙিনায় ১৮ বছরের পথচলায় প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টেস্টে এটাই বাংলাদেশের সর্বকালের সেরা র‌্যাংকিং। গত ১ মে প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ হারের পর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তবু এ উন্নতি সম্ভব হয়েছে র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদে। যেখানে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনার বাইরে চলে গেছে। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে ৫০ শতাংশ। সেখানেই বাংলাদেশ টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজকে। এ দিকে গত ২ মে হালনাগাদ করা বার্ষিক ওয়ানডে র‌্যাংকিংয়ে আগের মতো সপ্তম অবস্থানে থাকলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে তিনটি।
আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অনেক দিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল বাংলাদেশ। সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের (৭১) চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ (৭২)। কিন্তু হালনাগাদের পর নামের পাশে চার রেটিং পয়েন্ট যোগ হওয়ায় অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। সাকিবদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫। অন্য দিকে পাঁচ পয়েন্ট হারিয়ে ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট এখন ৬৭। এক সময়ের পরশক্তি ওয়েস্ট ইন্ডিজ এই প্রথম নেমে গেল নয় নম্বরে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের ঠিক উপরে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৬। বার্ষিক হালনাগাদে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। তাদের বেড়েছে চার পয়েন্ট। বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা (১১২) হারিয়েছে পাঁচ পয়েন্ট। চার থেকে তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া, আর তিন থেকে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলংকা।
এ দিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতকে (১২২) হটিয়ে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড (১২৫)। বার্ষিক হালনাগাদে ইংলিশদের খেরো খাতায় যেখানে যোগ হয়েছে আট রেটিং পয়েন্ট সেখানে ভারত হারিয়েছে এক পয়েন্ট। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন পয়েন্ট যোগ হওয়ায় সাতে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩। ছয়ে থাকা পাকিস্তানের (১০২) সঙ্গে বাংলাদেশের ব্যবধান মাত্র নয় পয়েন্ট। অন্য দিকে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে শ্রীলংকা (৭৭), ওয়েস্ট ইন্ডিজ (৬৯) ও আফগানিস্তান (৬৩)। শুধু টি-২০ র‌্যাংকিংয়েই কোনো সুখবর মেলেনি। আগের মতোই ১০ নম্বরে থাকা বাংলাদেশ (৭৫) উল্টো হারিয়েছে দুই পয়েন্ট। টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষে আছে যথারীতি পাকিস্তান (১৩০)।