স্পোর্টস রিপোর্ট : ২০২০ সালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিক ও প্যারাঅলিম্পিক। এ অলিম্পিকে প্রথম করা বাজেটের চাইতে ৭ গুণ বেশি খরচ করতে যাচ্ছে জাপান সরকার। জাপানি পত্রিকা মাইনিচি এ কথা জানিয়েছে। এই মেগা ইভেন্ট আয়োজনে জাপান সরকারের সর্বশেষ বাজেট ৮০ হাজার ১১০ কোটি ইয়েন বা ৭০৩ কোটি ডলার। দেশটির অডিট বোর্ডকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে পত্রিকাটি। এই সংস্থাটি জাপানের সরকারি খরচের হিসাব দেখাশোনা করে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপান শুরুতে এ গেমসের বাজেট নির্ধারণ করেছিলো ১১ হাজার ২৭০ কোটি ইয়েন।
সময়ের সাথে সাথে অলিম্পিক আয়োজন ব্যয়বহুল হয়ে যাচ্ছে। ব্রাজিলের রিও ডি জেনেরিও বা রাশিয়ার সোচির মতো শহরগুলো এ ধরনের আয়োজনের পর বড় রকমের দেনায় পড়েছে। এই দুই শহরই নিজেদের বাজেট অতিক্রম করে ফেলেছিলো। ধারণা করা হচ্ছে আগামী দুই বছরে টোকিও অলিম্পিকের বাজেট বৃদ্ধি পেয়ে ৩ লাখ কোটি ইয়েনে দাঁড়াবে। মাইনিচি, সিএনবিসি।