ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক ট্যাক্সিচালকদের জন্য ১৩ ফেব্রুয়ারি সোমবার দিনটি ছিল আনন্দে ভরপুর। এদিন নিউইয়র্ক সিটির ট্যাক্সি চালকদের জন্য ট্যাক্সি ক্লাব হাউজ উদ্বোধন করা হয়েছে। মিডটাউনে ৩ হাজার বর্গফুটের ক্লাব হাউজটি উদ্বোধন করছেন সিনেটর চাক শুমার এবং টিএলসির প্রধান ডো।
ক্লাব হাউজটির উদ্বোধন করে তারা বলেন, এর ফলে টিএলসির ট্যাক্সি চালকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে এবং ট্যাক্সি শিল্পের উন্নয়ন ঘটবে। তাদের যাত্রী সেবার মানও বাড়বে।
ট্যাক্সি ক্লাব হাউস সমস্ত নিউইয়র্কসিটি টিএলসি ট্যাক্সি ড্রাইভারদের জন্য করা হয়েছে। সেখানে তাদের জন্য রয়েছে বিশ্রাম করার জন্য লাউঞ্জ, বাথরুম, বিনোদন এলাকা এবং প্রার্থনা কক্ষ সহ লাউঞ্জ রয়েছে। সেখানে টিএলসি ড্রাইভাররা সময় কাটাতে পারবেন।