
ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটিতে ট্যাক্সি ভাড়া ও সারচার্জ বাড়াতে উদ্যোগ নিচ্ছে নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন (টিএলসি)। এ জন্য দুটি রুলের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। সেখানে ভাড়া, সারচার্জ বাড়ানোসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে লাইসেন্সধারীদের জানানো হয়, আগামী ৬ অক্টোবর অনলাইন পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হবে।
রুল সংশোধনের শুনানির মধ্যে টিএলসি ট্যাক্সি মিটার রেট ফেয়ার ও অন্যান্য সারচার্জ ট্যাক্সি ক্যাব এবং স্ট্রিট হেইল লিভারিস, লাগোর্ডিয়া এয়ারপোর্ট সারচার্জ ও কেনেডি এয়ারপোর্টের ফ্ল্যাট রেটের ফেয়ার বাড়ানোর বিষয়টি রয়েছে।
টিএলসি আরো একটি বিষয়ে শুনানি করবে, সেটি হলো মিনিমাম ড্রাইভার পেমেন্ট রুল, হাই ভলিউম ফর হায়ার সার্ভিস, ইনক্লুডিং ইনক্রিজিং দ্য মিনিমান পে অ্যামাউন্ট টু অ্যাকাউন্ট ফর ইনফ্লাশন এবং ড্রাইভারদের খরচ বাড়ার বিষয়ে। এ ছাড়া সেই সাথে কীভাবে পরিবর্তিত ভাড়ার হিসাব করা হবে ও কার্যকর করা হবে এসব দিক আলোচনা হবে। কমিশনও তাদের প্রস্তাব তুলে ধরবে।
এই গণশুনানি জুমে অনলাইনে হবে। টিএলসি লাইসেন্স যাদের রয়েছে, তাদেরকে এই শুনানিতে অংশ নিয়ে কমিশনের কথা জানতে ও ড্রাইভারদের মতামত প্রকাশ করার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা হেয়ারিংয়ে অংশ নিতে চান তারা [email protected] এ ইমেইল করে অথবা ২১২-৬৭৬-১১৩৫ নম্বরে ফোন করে ৫ অক্টোবর বিকেল পাঁচটার আগে সাইনআপ করতে হবে। শুনানিতে অংশ নিতে কারো যদি ইন্টারপ্রেটার সার্ভিসের প্রয়োজন হয়, তাহলে ৫ অক্টোবর বিকেলের আগে তা অবহিত করতে হবে। কেউ যদি সবকিছু করার পরও শুনানিতে অংশ নিতে না পারেন, তাহলে তিনি টিএলসি রুলস@টিএলসি.এনওয়াইসি.গভ-এ ইমেইল করে তার মতামত জানাতে পারবেন। এ ছাড়া পাবলিক হেয়ারিংয়ের বিষয়টি কেউ ভিডিওতে দেখতে চাইলে তিনি লাইভ ভিডিও দেখতে পারবেন ডব্লিউডব্লিউডব্লিউ.এনওয়াইসি.গভ/টিএলসি, www.nyc.gov/tlc-এ