ট্রাম্পের আদেশের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা

ঠিকানা রিপোর্ট : দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে বেআইনীভাবে আমেরিকায় প্রবেশকারীদের অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) প্রত্যাখ্যানের যে আদেশ ট্রাম্প প্রশাসন দিয়েছিল তার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন সান ফ্রান্সিসকোর ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন এস টাইগার। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জারি করা প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের দায়েরকৃত আবেদনের শুনানী শেষে বিজ্ঞ বিচারক টিগার ১৯ নভেম্বর উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
৯ নভেম্বর ট্রাম্পের পক্ষ থেকে জারিকৃত একটি ঘোষণাপত্রে বলা হয়েছিল: বেআইনীভাবে সাউদার্ন বর্ডার অতিক্রমকারীরা অ্যাসাইলামের অযোগ্য বিবেচিত হবে। আদালতের নিদের্শের অনুপস্থিতিতে ট্রাম্পের আদেশটি ৩ মাসের জন্য বলবত থাকবে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশকারী হাজার হাজার অবৈধ অভিবাসীর পক্ষে ডিপোর্টেশন বা বহিষ্কার এড়িয়ে যাওয়া চরম কষ্টকর হবে।
এ প্রসঙ্গে সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের আইনজীবী বাহের আজমী বলেন, পোর্টস অব এন্ট্রির মধ্য দিয়ে অতিক্রমকারী সকলেই অ্যাসাইলামের উপযোগী। যাহোক, টিগারের অস্থায়ী আদেশের ফলে ১৯ ডিসেম্বর কোর্ট কেস প্রসিড না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আপাতত কার্যকর হচ্ছে না।