ঠিকানা ডেস্ক: অফিস অব গভর্নমেন্ট এথিকসের নিকট প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক বিবরণী দাখিল করা হয়েছে। ৯২ পৃষ্ঠার আর্থিক বিরণীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক তার দীর্ঘকালীন আইনজীবী মাইকেল কোহেনকে লক্ষাধিক ডলার পরিশোধের কথা উল্লেখ রয়েছে। সর্বসম্মুখে প্রকাশিত প্রেসিডেন্টের ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার ফরম থেকে ২০ মে নিশ্চিত হওয়া গেছে যে ২০১৬ সালের নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকান্ডের জন্য ট্রাম্প আইনজীবী কোহেনকে অর্থ পরিশোধ করেছিলেন।
গভর্নমেন্ট এথিকস অফিসে দাখিলকৃত ৯২ পৃষ্ঠার হিসাব বিবরণীতে কি ধরনের ব্যয়ের জন্য উল্লেখিত অর্থ দেয়া হয়েছিল তার বিশদ বর্ণনা নেই। তবে চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্টের নব নিযুক্ত আইনজীবী রুডি জুলিয়ানী প্রকাশ্যে বলেছেন যে ২০১৬ সালের নির্বাচনের পূর্বে পণ্য তারকা ড্যানিয়েল স্টর্মীকে কোহেন যে ১লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প উক্ত অর্থ কোহেনকে পরিশোধ করেছেন। কোহেন বলেছিলেন, ট্রাম্পের সাথে যৌন মিলনের অভিযোগের ব্যাপারে মুখ না খোলার শর্তে কোহেন ড্যানিয়েলকে অর্থ প্রদান করেছিলেন এবং ট্রাম্পের অজ্ঞাতসারে তা করেছিলেন। ট্রাম্প গোড়ার দিকে অর্থের ব্যাপারে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত তা স্বীকার করেছেন।
যাহোক, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার ফরমের বিশেষ দ্রষ্টব্যে ট্রাম্প উল্লেখ করেছেন: চলতি বছরের ফাইলিংসে স্বচ্ছতার খাতিরেই পেমেন্ট ডিসক্লোজ করা হল। আরও বলা হয়েছে, ২০১৬ সালে ব্যয় কার্যক্রম সংঘটিত হয়েছিল তার অন্যতম আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে। কোহেন ব্যয় হওয়া অর্থ দাবি করায় ট্রাম্প ২০১৭ সালে ব্যয়ের সমুদয় অর্থ পরিশোধ করেন। অর্থের পরিমাণ হবে ১ লাখ থেকে আড়াই লাখ এবং সুদের হার হবে শূন্য।
ফরমে ট্রাম্প যুক্তি দেখান যে পেমেন্ট ডিসক্লোজ করার কোন দরকার নেই। তবে অফিস অব গভর্নমেন্ট ভিন্নমত পোষণ করেছে এবং রিপোর্টের সাথে একটি চিঠি জুড়িয়ে দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অফিস সিদ্ধান্ত নিয়েছে যে কোহেন কর্তৃক ব্যয়িত অর্থের তথ্য উল্লেখের প্রয়োজন রয়েছে। আর প্রদত্ত তথ্য রিপোর্ট্যবল লাইঅ্যাবিলিটির জন্য ডিসক্লোজারের চাহিদা অপরিহার্যভাবে পূরণ করতে হবে। সংযোজিত পত্রটি ডেপুটী এটর্নী জেনারল রড রোসেস্টীনকে নির্দেশ দিয়ে লেখা হয়েছিল। পত্রে, গভর্নমেন্ট এথিকস অফিসের অ্যাক্টিং ডাইরেক্টর ড্যাভিড অ্যাপল জাস্টিস ডিপার্টমেন্ট বলেছেন, গত বছরের আর্থিক বিবরণী ফরমে কোহেনকে দেয়া অর্থের রিপোর্ট ট্রাম্পকে অবশ্যই করতে হবে।
এদিকে ২১ মে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমেরিকার ইতিহাসে উইচ হান্টের (ডাইনী অনুসন্ধানের) দ্বিতীয় বছর চলছে। ট্রাম্প আরও বলেন, আজ পর্যন্ত গোপন ষড়যন্ত্র কিংবা বিচারে বাধা সৃষ্টির নিদর্শন মিলেনি। তবে ডেমক্র্যাটরা একটিমাত্র ষড়যন্ত্র করেছিল: অনেক বেশি অর্থ ব্যয় করেও তারা নির্বাচনে জয়ী হতে পারেনি।