ঠিকানা অনলাইন : ১১ মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা উপহাসের প্রতিশোধ নিলেন জলবায়ু পরিবর্তন ঠেকানোর আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ।
‘ভোট গণনা থামাও’ ট্রাম্পের এই রাগান্বিত স্ট্যাটাস শেয়ার করে কিশোরী গ্রেটা লিখেছেন, ‘একদম হাস্যকর। রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে ডোনাল্ডের অবশ্যই কাজ করতে হবে। তারপর একজন বন্ধুর সঙ্গে পুরোনো দিনের একটি মুভি দেখতে যেতে হবে! চিল, ডোনাল্ড, চিল!’
ট্রাম্প ঠিক একই ধরনের কথা গ্রেটাকে বলেছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে। সেই বাক্যে সুইডিশ কিশোরী নিজের নামের জায়গায় শুধু ট্রাম্পের নাম বসিয়ে দিয়েছেন।
গ্রেটা টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার পর ট্রাম্প টুইটে একজনের কমেন্টে এভাবে রিপ্লাই দেন, ‘একদম হাস্যকর। রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে গ্রেটাকে অবশ্যই কাজ করতে হবে। তারপর একজন বন্ধুর সঙ্গে পুরোনো দিনের একটি মুভি দেখতে যেতে হবে! চিল, গ্রেটা, চিল!’
গ্রেটা এই স্ট্যাটাস দেওয়ার পর লাইক-কমেন্টের হিসাবে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন।
৫ নভেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ভোট গণনা থামাও।’ পোস্টটিতে সাধারণ লাইক বাদে যত বিশেষ রিঅ্যাক্ট (লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড, অ্যাংরি) পড়েছে তার মধ্যে ‘হাহা’ছিল সবচেয়ে বেশি।
গ্রেটার পোস্টেও অনেক ‘হাহা’ ছিল।
ঠিকানা/এনআই