ট্রাম্পের জন্যই তড়িঘড়ি বিয়ে

ঠিকানা ডেস্ক : দীর্ঘদিন প্রেমের পর গত বছর টমাস সাদোস্কিকে বিয়ে করেন আমান্ডা সেফ্রিড। দুম করে বিয়ে করায় অবাক হয়েছিল অনেকেই। তবে এত দিন পরে এসে কারণ খোলাসা করলেন অভিনেত্রী। জানালেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরেই তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। না, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া না-হওয়া নিয়ে কোনো বাজি ধরেননি তাঁরা বরং কারণটা অন্য, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মনে হয়েছিল, দুনিয়ার মানুষ বোধ হয় পাগল হয়ে গেছে। হয়তো বিয়ের স্বপ্ন পরে আর সত্যি না-ও হতে পারে। যা করার এখনই করতে হবে’, বলেন ‘মিন গার্লস’ অভিনেত্রী।
ঘটনার ব্যাখ্যা করে তিনি আরো বলেন, ‘আমাদের সত্যি এত দ্রুত বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আমরাও নানা ধরনের অস্থিরতার আশঙ্কা করছিলাম। সে কারণেই হুট করে বিয়ে করা। এই সিদ্ধান্তে আমাদের পরিবার আর বন্ধুরাও ভীষণ অবাক হয়েছিল।’