ট্রাম্পের জন্য বাংলাদেশিদের বিশেষ মোনাজাত ভাইরাল

ঠিকানা অনলাইন : আজ ৩ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন চলছে।

প্রায় আড়াই শ বছরের মার্কিন গণতন্ত্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটেছে বেশ কয়েকটি চমকপ্রদ ও নাটকীয় ঘটনা। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থানরত বাংলাদেশি রিপাবলিকান সমর্থকরা মোনাজাত করছেন।

গত ১৮ অক্টোবর এই মোনাজাত অনুষ্ঠিত হলেও নির্বাচনলগ্নে ছবিটি ভাইরাল হয়েছে। কেন ও কী কারণে এত দিন পর ভিডিওটি ভাইরাল হলো, এর সঠিক কারণ জানা যায়নি। ছবিতে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এরপর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প যেন ফের জয়ী হন, তার জন্য যুক্তরাষ্ট্রের একটি শহরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

ঠিকানা/এনআই