ঠিকানা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে মতের বিরোধিতা করায় দেশটির শীর্ষ একজন নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প জানান, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ‘অত্যন্ত ভুল’ মন্তব্য করার জন্য তিনি সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাসট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা) প্রধান ক্রিস ক্রেবসকে বরখাস্ত করেছেন।
বিবিসি বলছে, নির্বাচনে হেরে গেলেও পরাজয় স্বীকার করছেন না ট্রাম্প। তার ওপর কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।
যদিও এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।
অ্যাটর্নি জেনারেল কর্তৃক ভোট কারচুপি তদন্তের নির্দেশের বিরোধিতা করে গত সপ্তাহে হোয়াইট হাউসের দাবির মুখে পদত্যাগ করেছিলেন সিসা’র সহকারী পরিচালক ব্রায়ান ওয়ার। এর পরই বরখাস্ত করা হলো আরেকজন শীর্ষ কর্মকর্তাকে। তবে নিয়ে কোনো রকম আক্ষেপ করতে দেখা যায়নি ক্রেবসকে।
মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন সুস্পষ্ট ব্যবধানে জিতে গেলেও এখন অবধি ফলাফল মানছেন না ডোনাল্ড ট্রাম্প। দুদিন আগেও তিনি ঘোষণা দিয়েছেন যে, তিনি নির্বাচনে জিতেছেন।
মার্কিন আইন অনুযায়ী আগামী বছরের ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডেমোক্র্যাট দলের জো বাইডেনের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
ঠিকানা/এসআর